Published : 25 Jul 2024, 04:37 PM
কোটা সংস্কার আন্দোলনের মধ্যে ব্যাপক সহিংসতার ঘটনায় জামায়াত-বিএনপির নেতাকর্মী ও দাঙ্গাবাজদের আইনি সহায়তা না দিতে আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন সরকারপন্থি আইনজীবীরা।
বৃহস্পতিবার বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ঢাকা বার শাখা আয়োজিত এক প্রতিবাদ সভায় তারা এ আহ্বান জানান।
এতে আওয়ামী লীগের আইন সম্পাদক কাজী নজিবুল্লাহ হিরু বলেন, “আমরা যা দেখলাম, এটা দেখার পর- যারা আমরা মুক্তিযুদ্ধ দেখেছি, আমাদের সেই একাত্তরের ধ্বংসযজ্ঞের কথা মনে পড়ছে, ঘরে ঘরে যেয়ে ধর্ষণ অগ্নিসন্ত্রাসের কথা মনে পড়ছে।”
তিনি বলেন, “সাধারণ ছাত্রছাত্রীদের দাবি থাকতেই পারে, সেটা সরকার যথাযথ নিদ্ধান্ত নেবে। যে বিষয়ে আদালতে বিচারাধীন, সে বিষয়ে সরকার সিদ্ধান্ত নিতে পারে না। আমাদের বিশ্বাস ছিল, সর্বোচ্চ আদালতে সাধারণ ছাত্রদের দাবি প্রতিষ্ঠিত হবে।
“আমরা দেখেছি যতবার সাধারণ ছাত্রছাত্রীদের ন্যায্য দাবি নিয়ে কোনো আন্দোলন হয়, সে সময় জামাত-শিবির রাজাকার বিএনপি উঠে পড়ে লাগে এবং তাদেরকে ভিন্ন খাতে পরিচালনা করার চেষ্টা করে।”
ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার শাহাদাত শাওনের সঞ্চালনায় প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন ঢাকা আইনজীবী সমিতির সভাপতি আবদুর রহমান হাওলাদার।
সভা শেষে এক প্রশ্নের জবাবে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি আব্দল্লাহ আবু বলেন, “সহিংসতায় জামাত-বিএনপি পরিকল্পিতভাবে পথশিশুদের-আমরা যাদের টোকাই বলি, তাদেরকে ব্যবহার করেছে। কোনো নিষ্পাপ শিশুকে বিচারের মুখোমুখি করা হবে না।”