Published : 04 Jul 2025, 11:46 PM
এবি পার্টির ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র পক্ষের সভাপতি নির্বাচিত হয়েছেন মুহাম্মদ প্রিন্স, সাধারণ সম্পাদক হয়েছেন রাফিউর রহমান ফাত্তাহ।
প্রথম কাউন্সিলে ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব বাছাই হয়েছে বলে ছাত্র পক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
শুক্রবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে রাত সাড়ে ৮টায় সংগঠনের প্রধান নির্বাচন কমিশনার সানী আব্দুল হক ফল ঘোষণা করেন।
পরে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এরপর কেক কাটা হয়।
নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আবু বক্কর সিদ্দিক, ফওজিয়া ফারিহা করবী ও রাশেদুল ইসলাম সেসময় উপস্থিত ছিলেন।
সভাপতি প্রিন্স বলেন, “আমরা সংগঠনের গঠনতন্ত্র, ঘোষণাপত্র ও মূল আদর্শকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালনে অঙ্গীকারবদ্ধ থাকব। সাম্য ও অধিকারভিত্তিক নতুন প্রজন্মের ছাত্র সংগঠনের বার্তা সারা দেশের শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেব। জুলাইকে ধারণ করে এগিয়ে যাবে ছাত্রপক্ষ।”