Published : 16 May 2025, 01:58 AM
ঢাকার মোহাম্মদপুরে একটি বাসায় ‘লুটপাট করতে গিয়ে’ ধরা পড়া ব্যক্তিদের ছাড়িয়ে নিতে তাদের সহযোগীরা সাতজনকে কুপিয়ে জখম করেছেন বলে অভিযোগ উঠেছে।
বুধবার রাত ২টার দিকে জাফরাবাদ এলাকার ৩৬১/২ নম্বর বাসার নিচতলায় এ ঘটনা ঘটে। আহতদের সবাই একই পরিবারের বলে জানিয়েছেন স্বজনরা।
ডিএমপির মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা বলেন, "জাফরাবাদ এলাকার একটি বাসায় ডাকাতির ঘটনার সময় কুপিয়ে সাতজনকে আহত করেছে বলে জানতে পেরেছি।
“আমরা ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি, জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।"
আহতদের মধ্যে স্বপন খান (৪৪) নামে একজন বেসরকারি একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন।
এর বাইরে রাব্বী খান নামে একজন পঙ্গু হাসপাতালে এবং সাব্বির খান জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি আছেন। বাকিরা চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন।
আহত স্বপন খানের ভাগনি ফারজানা ইতি বলেন, “রাতে চারজন অস্ত্রসহ ডাকাতি করতে বাসায় ঢোকে। পরে বাসা ও আশপাশের লোকজন মিলে তাদের ধরে ফেলে। কিন্তু এদের মধ্যে একজন ধস্তাধস্তি করে ছুটে চলে যায়।”
ফারজানা বলেন, “এর কিছুক্ষণ পর ওই ব্যক্তির দেওয়া খবরে অন্তত ২০ জন অস্ত্র নিয়ে এসে বাসার ছেলে-বুড়ো যাদের পেরেছে, এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে গেছে। নারীরা ভেতরে ঢুকে যাওয়ায় তাদের আঘাত করেনি।"
তিনি বলেন, আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এদের মধ্যে স্বপন খানের অবস্থা গুরুতর হওয়ায় আইসিইউ প্রয়োজন পড়ে। সেখানে আইসিইউ খালি না থাকায় তাকে নেওয়া হয় মোহাম্মদপুরের সিটি হাসপাতালে।