Published : 07 May 2025, 03:48 PM
ভারত ও পাকিস্তানের সামরিক সংঘাতের কারণে ঢাকামুখী তিনটি ফ্লাইটকে পথ পরিবর্তন করতে হয়েছে বলে জানিয়েছে শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ।
ওই ফ্লাইটগুলো কুয়েত ও তুরস্ক থেকে আসছিল বলে জানিয়েছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম।
তিনি বলেন, “মিসাইল হামলার পরিপ্রেক্ষিতে ভারত-পাকিস্তান আকাশপথ বর্তমানে অনিরাপদ বিবেচিত হওয়ায় বাংলাদেশগামী তিনটি আন্তর্জাতিক ফ্লাইট তাদের গন্তব্য পরিবর্তন করেছে।”
এর মধ্যে তুরস্ক থেকে রওনা হওয়া টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট পাকিস্তানের আকাশপথ এড়িয়ে ওমানের মাসকট বিমানবন্দরে অবতরণ করে। কুয়েত থেকে রওনা হওয়া জাজিরা এয়ারওয়েজের একটি ফ্লাইটকে ঘুরিয়ে দুবাইয়ে নেওয়া হয়। একই এয়ারলাইন্সের আরেকটি ফ্লাইট কুয়েতে ফিরে যায়।
শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক কামরুল দুপুর ৩টায় বলেন, “আজ সকাল থেকে স্বাভাবিকভাবেই ডাইভার্টেড ফ্লাইটগুলো ঢাকায় পৌঁছাতে শুরু করেছে। এখন বিমানবন্দরের কার্যক্রম একদম স্বাভাবিকভাবে চলছে।”
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার বদলায় দিল্লি মঙ্গলবার গভীররাতে পাকিস্তানে হামলা চালায়। তার পাল্টায় গোলাবর্ষণসহ সামরিক জবাব দিয়েছে ইসলামাবাদ। এ সংঘাতে পাকিস্তানে অন্তত ২৬ জন এবং ভারতে ১০ জন মারা গেছে।
গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হন। তার দুই সপ্তাহের মাথায় সামরিক সংঘাতে জড়িয়েছে ভারত ও পাকিস্তান।