Published : 07 Jun 2025, 12:13 AM
কোরবানির ঈদের জামাত উপলক্ষে জাতীয় ঈদগাহ ও আশপাশের এলাকা ঘিরে বিশেষ ট্রাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
নির্দেশনায় বলা হয়েছে, শনিবার সকাল ৬টা থেকে ঈদের নামাজ শেষ না হওয়া পর্যন্ত ট্রাফিক ডাইভারশনের পাশাপাশি কিছু সড়ক বন্ধ থাকবে।
শুক্রবার ডিএমপির গণমাধ্যম শাখার সংবাদ বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়েছে।
ট্রাফিক ডাইভারশন পয়েন্টগুলোর মধ্যে রয়েছে- মৎস্য ভবন ক্রসিং, কদম ফোয়ারা ক্রসিং, হাইকোর্ট ক্রসিং ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের পেছনের গলি।
ভিভিআইপি গাড়ি পার্কিং করা যাবে মাজার গেটের গোল চত্বরে। ভিআইপি কিংবা উপদেষ্টা পরিষদের সদস্যরা গাড়ি রাখবেন বার অ্যাসোসিয়েশন মাঠে। বিচারপতির গাড়ি থাকবে সুপ্রিম কোর্ট অ্যানেক্স ভবনে।
সর্বসাধারণের গাড়ি রাখা যাবে আইইবি (বাংলাদেশ প্রকৌশল ইনস্টিটিউট) প্রাঙ্গণ, জিরোপয়েন্ট ক্রসিং থেকে ইউবিএল ক্রসিং পর্যন্ত, দোয়েল চত্বরের দক্ষিণ, পশ্চিম ও উত্তর পাশ, ফজলুল হক মুসলিম হল থেকে বঙ্গবাজার ক্রসিং পর্যন্ত, মৎস্য ভবন ক্রসিংয়ের পূর্ব দিকের কার্পেট গলি রোড এবং মৎস্য ভবন ক্রসিং থেকে শাহবাগ ক্রসিং পর্যন্ত।
বিকল্প সড়ক ব্যবস্থাপনায় ডিএমপি বলেছে, শাহবাগ থেকে গুলিস্তানে যাওয়ার ক্ষেত্রে মৎস্য ভবন থেকে বাঁয়ে মোড় নিয়ে কাকরাইল মসজিদ ও রাজমনি ক্রসিং হয়ে যেতে হবে।
বঙ্গবাজার থেকে কদম ফোয়ারায় যাওয়া যাবে জিরোপয়েন্ট ও ইউবিএল ক্রসিং হয়ে।
আর গুলিস্তান থেকে মৎস্য ভবন যেতে হলে প্রেস ক্লাবের সামনে ইউটার্ন নিয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরতে হবে।
পায়ে হেঁটে প্রবেশের অনুরোধ
জাতীয় ঈদগাহমুখী যাত্রীদের ট্রাফিক ব্লকের কারণে নির্ধারিত স্থানে গাড়ি রেখে হেঁটে ঈদগাহে প্রবেশ করতে হবে।
ডিএমপি নগরবাসীকে অনুরোধ জানিয়েছে, তারা যেন ঈদের সকালে জাতীয় ঈদগাহ সংলগ্ন এলাকা ও সড়কগুলো এড়িয়ে চলেন এবং বিকল্প সড়ক ব্যবহার করেন।