Published : 12 Jun 2025, 10:30 PM
দর্শনার্থীকে মারধরের পর সিরাজগঞ্জে রবীন্দ্র কাছারি বাড়িতে ভাংচুরের ঘটনাকে ‘উগ্রবাদীদের ধারাবাহিক প্রচেষ্টার’ অংশ হিসাবে বর্ণনা করেছে ভারত।
বৃহস্পতিবার সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাণধীর জয়সওয়াল বলেছেন, বাংলাদেশে এ ধরনের ঘটনা ‘পুনরাবৃত্তিমূলক বৈশিষ্ট্যে’ পরিণত হয়েছে।
ঈদের ছুটির মধ্যে ৮ জুন সিরাজগঞ্জের শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারি বাড়িতে এক দর্শনার্থীকে আটকে রেখে নির্যাতনের অভিযোগ ওঠে কর্তৃপক্ষের বিরুদ্ধে।
সেখানে মোটরসাইকেল পার্কিং ফি নিয়ে গেটের এক কর্মচারীর সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। পরে ওই দর্শনার্থীকে অফিস কক্ষে আটকে রেখে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় বলেও অভিযোগ ওঠে।
এ ঘটনায় স্থানীয় লোকজনের মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়ে। ১০ জুন তারা মানববন্ধন ও বিক্ষোভ করেন। এরপর মিছিল থেকে একদল উত্তেজিত জনতা কাছারি বাড়ির অডিটোরিয়ামে ভাঙচুর চালায় এবং এক পরিচালককে মারধর করেন।
এ ঘটনার পর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। খবর পেয়ে সেনাবাহিনীর একটি দল এবং শাহজাদপুরের সহকারী কমিশনার (ভূমি) মুশফিকুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।
কাছারি বাড়িতে হামলা চালিয়ে অডিটোরিয়াম ভাঙচুর ও স্টাফদের মারধরের ঘটনায় ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরো ৫০ থেকে ৬০ জনকে আসামি করে একটি মামলাও হয় পরে।
কড়া ভাষায় ভাংচুরের ঘটনার নিন্দা জানিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, “আমরা ২০২৫ সালের ৮ জুন গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের পৈত্রিক বাড়িতে ঘৃণ্য হামলা এবং ভাংচুরের কঠোর নিন্দা জানাই।”
রাণধীর জয়সওয়াল বলেন, “রবীন্দ্র কাছারি বাড়ি হিসাবে ঐতিহাসিকভাবে পরিচিত বাড়িটির অবস্থান বাংলাদেশের সিরাজগঞ্জ জেলায়। এই সহিংস কর্মকাণ্ডে নোবেলজয়ীর স্মৃতি এবং বাংলাদেশে তিনি যে অন্তর্ভুক্তিমূলক দর্শন ও শিক্ষার প্রচার করেছেন, তার প্রতি অবমাননা।
“বাংলাদেশে সহনশীলতার প্রতীকগুলোকে মুছে দিতে এবং সমকালীন সংস্কৃতি ও সাংস্কৃতিক উত্তরাধিকারকে ধ্বংস করতে উগ্রবাদীদের পদ্ধতিগত যে প্রচেষ্টা, এই হামলা সেই বিস্তৃত ধারারই অংশ।”
মুহাম্মদ ইউনূসের সরকারকে ‘সন্ত্রাসীদের’ লাগাম টানার আহ্বান জানিয়ে মুখপাত্র বলেন, “এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাই।”
ইউনূসের বক্তব্য প্রসঙ্গে
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত পাঠানোর বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথোপকথনের যে ভাষ্য প্রধান উপদেষ্টা ইউনূস লন্ডনের চ্যাথাম হাউজের অনুষ্ঠানে দিয়েছেন, সে বিষয়ে জানতে চাওয়া হয় মুখপাত্র জয়সওয়ালের কাছে।
বুধবার ওই আলোচনায় একজন ব্রিটিশ বাংলাদেশি ব্যবসায়ী তার প্রশ্নে বলেন, বাংলাদেশে যেখানে শেখ হাসিনার বিচারের উদ্যোগ নেওয়া হয়েছে, ভারত সেখানে তাকে আশ্রয় দিয়ে রেখেছে। ইউনূস যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য বা অন্যান্য দেশের মাধ্যমে ভারতের ওপর চাপ সৃষ্টি করতে পারেন কি না।
জবাবে প্রধান উপদেষ্টা বলেন, “আমি যখন প্রধানমন্ত্রী মোদীর সাথে কথা বলি, তাকে অনুরোধ করি, আপনি যদি তাকে আশ্রয় দেন, সেটা আপনার বিষয়, কিন্তু দয়া করে নিশ্চিত করুন সে যেন বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে কথা না বলে।
“কারণ সে (হাসিনা) ঘোষণা দেয় যে এই তারিখে এই সময় সে কথা বলবে, আর এতে পুরো বাংলাদেশ ক্ষুব্ধ হয়।… আর মোদীর জবাব ছিল, ‘এটা সোশ্যাল মিডিয়া, আমরা কন্ট্রোল করতে পারি না’।”
এ বিষয়ে করা প্রশ্নে রাণধীর জয়সওয়াল বলেন, “বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পৃক্ততার দৃষ্টিভঙ্গি, আমাদের সম্পর্ক সবার জানা। এই মঞ্চ থেকেই এ বিষয়ে আমি বিভিন্ন সময়ে কথা বলেছি।
“আমরা বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চাই, যেটির নোঙর পোঁতা রয়েছে দুদেশের জনগণের আকাঙ্ক্ষার মধ্যে।”
শেখ হাসিনার সঙ্গে দিল্লিতে ছেলে সজীব ওয়াজেদ জয়ের ঈদ উদযাপন নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন নিয়েও মুখপাত্র জয়সওয়ালকে প্রশ্ন করা হয়।
উত্তরে তিনি বলেন, “সুনির্দিষ্টভাবে আপনাকে দেওয়ার কিংবা নিশ্চিত করার মত কোনো তথ্য আমার কাছে নেই।”
কাছারি বাড়িতে ভাঙচুর নিয়ে মোদীকে মমতার চিঠি
রবীন্দ্র কাছারি বাড়িতে ভাঙচুরের বিষয়টি বাংলাদেশের সরকারের কাছে তুলে ধরার আহ্বান জানিয়ে বৃহস্পতিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে চিঠি লিখেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি লিখেছেন, ”প্রতিবেশী দেশের সরকারের কাছে বিষয়টি জোরালোভাবে তুলে ধরার ধরার আহ্বান জানাচ্ছি, যাতে এই জঘন্য ও বিবেকহীন কাণ্ডে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার সব ধরনের প্রচেষ্টা নেওয়া হয়।
“যদিও এখানে অবর্ণনীয় ক্ষতি ইতোমধ্যে হয়ে গেছে, তবে আন্তর্জাতিক প্রতিবাদ এ ধরনের সাংস্কৃতিক উত্তরাধিকারের স্মৃতিস্তম্ভগুলোতে ভবিষ্যৎ হামলা অন্তত ঠেকাবে; যেগুলো সময়ের সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে অবিচল থেকেছে।”
পুরোনো খবর:
রবীন্দ্র কাছারি বাড়িতে দর্শনার্থীকে মারধর: বিক্ষোভ শেষে অডিটোরিয়াম ভাঙচুর
দর্শনার্থীকে মারধর: রবীন্দ্র কাছারি বাড়িতে প্রবেশ বন্ধ
রবীন্দ্র কাছারি বাড়িতে ভাঙচুরের ঘটনায় মামলা
আওয়ামী লীগ কি রাজনৈতিক দল? প্রশ্ন ইউনূসের
দিল্লিতে মায়ের সঙ্গে ঈদ করেছেন জয়, খবর ভারতীয় সংবাদমাধ্যমের