Published : 11 Jun 2024, 02:29 PM
রাজধানীর আদাবরে একটি ভাঙ্গারির দোকানে পুরনো সিলিন্ডার থেকে গ্যাস বেরিয়ে অসুস্থ হয়ে একজনের মৃত্যু হয়েছে; হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ৪০ জন।
মঙ্গলবার ভোরে বেড়িবাঁধ লাগোয়া শ্যামলী হাউজিংয়ের ২ নম্বর গেইটের কাছে কালুর ভাঙ্গারির দোকানে এ ঘটনা ঘটে বলে আদাবর থানার ওসি মাহবুবুর রহমান জানান।
পুলিশের এই কর্মকর্তা বলেন, মারা যাওয়া ৫০ বছর বয়সী কবির হোসেন ওই এলাকায় আত্মীয়র কাছে বেড়াতে এসেছিলেন।
“গ্যাসে অসুস্থ হয়ে পড়লে তাকে (কবির হোসেন) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মারা যান। এছাড়া ওই এলাকার অনন্ত ৪০ জন অসুস্থ ব্যক্তিকে ঢাকা মেডিকেল, সোহরাওয়ার্দী হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। তবে অনেকেই চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।”
ওসি বলেন, কালুর ভাঙ্গারি দোকানে পুরাতন একটি সিলিন্ডার রাতে ভাঙার পর গ্যাস বের হওয়া শুরু হয়। ভোরের দিকে গ্যাসের কারণে দোকানের পাশেই একটি প্রতিষ্ঠানের টিনশেড ঘরের প্রায় সব কর্মী অসুস্থ হন। কবীর হোসেন ওই টিনশেড ঘরের এক কর্মীর আত্মীয়।
এছাড়া গ্যাস ছড়িয়ে পড়লে আশেপাশের অন্যান্য বাসাবাড়ির আরো অনেকে অসুস্থ হন।
ভাঙ্গারি দোকানের মালিক কালু পালিয়ে গেছেন জানিয়ে ওসি বলেন, “তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”