Published : 14 May 2025, 08:47 PM
রাজধানীর মোহাম্মদপুরে নয়জনকে গ্রেপ্তারের পর পুলিশ বলছে, তারা ‘লও ঠেলা’ নামে একটি কিশোর গ্যাংয়ের সদস্য।
মঙ্গলবার রাতে রায়েরবাজার মেকাপখান রোড ও রোড গার্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তারের তথ্য দেন মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান।
ওই নয়জন হলেন- জোবায়ের ওরফে যুবরাজ (২২), মো. হাসান (১৯), মো. রায়হান (২৭), মো. ওয়াসিম (২৫), আনোয়ার হোসেন রাজু (৩২), নুরুল আমিন (১৮), কামাল হোসেন (২২), মো. শাহিন (২৮) এবং মেহেদী হাসান (২৫)।
তাদের কাছ থেকে পাঁচটি চাপাতি ও চারটি চাকু উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, মোহাম্মদপুরে চাঁদাবাজি ও ছিনতাই করে আসছিল তারা।
পরিদর্শক হাফিজুর রহমান বলেন, মঙ্গলবার বিকালে ‘লও ঠেলা’ গ্রুপের বেশ কয়েকজন রায়েরবাজার আজিজ খান রোড, মেকআপ খান রোড ও প্রেম তলা এলাকায় আধিপত্য বিস্তারে মহড়া দেয়। সেই চিত্র ধরা পড়ে সিসিটিভি ভিডিওতে। পরে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ায়। এরপর পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে মঙ্গলবার রাতের মধ্যে ওই নয়জনকে গ্রেপ্তার করা হয়।