Published : 21 Nov 2024, 11:44 PM
ঢাকার তুরাগ থানার কামারপাড়া এলাকায় এক নারী ও তার শিশু সন্তানের শরীরে অ্যাসিড ছোড়া হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাহাত খান জানিয়েছেন।
আহত ৩৬ বছর বয়সী সাথী রানী ও তার দুই বছরের মেয়ে বিজয়ীনিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান বলেন, সাথীর শরীরের ১৩ শতাংশ ও তার মেয়ের শরীরের ১৫ শতাংশ ঝলসে গেছে।
“তাদের শরীরের বিভিন্ন জায়গা পুড়ে গেছে। এখন আশঙ্কামুক্ত। তাদের চিকিৎসা চলছে।”
সাথীর স্বামী জয় কুমার একটি পোশাক কারখানায় কাজ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ঘটনার সময় তিনি অফিসে ছিলেন। তার স্ত্রী মেয়েকে নিয়ে বাসায় ফিরছিলেন। কামারপাড়ার তারা মার্কেট সংলগ্ন স্টার স্কুলের সামনে ছিনতাইকারী পথ আটকায়।
“আমাদের বাসার গেইটের সামনেই ছিনতাইকারী ধরেছিল। চেইন না দেওয়ায় অ্যাসিড মেরে দিয়েছে। পরে গলা থেকে চেইন নিয়ে পালিয়ে গেছে।”
পুলিশ বলছে, ঘটনাস্থলের সিসিটিভি ভিডিওতে একজনকে তারা যেতে দেখেছেন।