Published : 07 Aug 2024, 05:00 PM
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালত ও হাই কোর্ট বিভাগের বিচার কাজ সীমিত আকারে চলবে বৃহস্পতিবার থেকে।
তবে নিয়মিত আপিল বিভাগের বিচারকাজ বন্ধই থাকছে।
বুধবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভূঞার সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, হাই কোর্ট বিভাগের বিচার কার্যক্রম সীমিত আকারে চলার পাশাপাশি দপ্তর ও শাখাগুলোর কার্যক্রম সীমিত আকারে পরিচালিত হবে।
হাই কোর্ট বন্ধ থাকা সংক্রান্ত আগের আদেশ বাতিল করা হলো বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
রেজিস্ট্রার জেনারেলের স্বাক্ষরিত অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আপিল বিভাগের বিচারিক কার্যক্রম ও চেম্বার আদালত পরিচালনা বিষয়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে।
তবে বৃহস্পতিবার বিচারপতি মো. আশফাকুল ইসলাম আপিল বিভাগের মামলা সংক্রান্ত জরুরি বিষয় নিষ্পত্তির জন্য দৈনিক চেম্বার কোর্টে সরাসরি বা ভার্চ্যুয়ালি (সুবিধামতো) যথারীতি শুনানি গ্রহণ করবেন।
এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
গত মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানিয়েছিলেন, সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারিক কার্যক্রম বুধবার ও বৃহস্পতিবার বন্ধ থাকবে। তবে অফিস সীমিত পরিসরে খোলা থাকবে।
এর মধ্যে বুধবার বিচারিক কার্যক্রম পরিচালনা ও বন্ধের বিষয়ে পৃথক নতুন বিজ্ঞপ্তি এল।
সরকার পতনের এক দফা আন্দোলনে অসহযোগের প্রথম দিন গত রোববার সারাদেশে পরিস্থিতি আবারও সহিংস হয়ে ওঠার প্রেক্ষাপটে সুপ্রিম কোর্টের আপিল ও হাই কোর্ট বিভাগ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিল।
একই দিনে আরেকটি বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে ৫ অগাস্ট থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব অধস্তন আদালত/ট্রাইব্যুনালসমূহে বিচারিক ও দাপ্তরিক কাজ বন্ধ থাকবে।