Published : 01 Sep 2024, 12:55 AM
উপসচিব পদে কোটা পদ্ধতি বাতিল, সকল ক্যাডারের সাম্যাবস্থা নিশ্চিত করাসহ কয়েকটি দাবি নিয়ে যাত্রা করেছে বিসিএস ক্যাডার কর্মকর্তাদের সংগঠন আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ।
সরকারের ২৫টি ক্যাডারের কর্মকর্তাদের নিয়ে এই পরিষদ গঠনের ঘোষণা দিতে শনিবার রাজধানীর ডিআরইউ অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সেখানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শিক্ষা ক্যাডারের ২৪তম ব্যাচের ফারহানা আক্তার। তথ্য-বেতার ক্যাডারের ১৩তম ব্যাচের এ এইচ এম জাহিদ হোসেন সভায় সভাপতিত্ব করেন।
এছাড়া বক্তব্য দেন কৃষি ক্যাডারের ১৮তম ব্যাচের মো. আরিফ হোসেন, পশুসম্পদ ক্যাডারের ২১ ব্যাচের আহসান হাবিব, গণপূর্ত ক্যাডারের ১৮ ব্যাচের জামিলুর রহমান, শিক্ষা ক্যাডারের ২৪ ব্যাচের ড. মোহাম্মদ মনিরুজ্জামান।
সভায় শিক্ষা ক্যাডারের ২৪তম ব্যাচের মো. মফিজুর রহমান আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ গঠনের প্রেক্ষাপট তুলে ধরেন।
তিনি বলেন, “জনপ্রশাসনের উচ্চ স্তরে প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা থাকেন বিধায় বিভিন্ন সময়ে জনকল্যাণমুখী বিধির পরিবর্তে নিজেদের ইচ্ছে মত বিভিন্ন সময়ে চাকরি বিধিমালা তৈরি করে নিচ্ছে। সরকারের স্পর্শকাতর সময়ে তারা একেকটা সুবিধা আদায় করে নিচ্ছে। কিন্তু অন্যান্য ক্যাডারের পদোন্নতি, পদায়ন, সুযোগ সুবিধা রুদ্ধ করে দিচ্ছে। এর ফলে অন্যান্য ক্যাডারে অসন্তোষ বিরাজ করছে।”
চাকরির ক্ষেত্রে কর্মপরিবেশ নিশ্চিতে সকল ক্যাডারে সাম্য এবং ব্যাচভিত্তিক পদোন্নতির দাবি করেন বক্তারা। তারা বলেন, প্রফেশনাল মন্ত্রণালয়ে ‘আনপ্রফেশনাল’ কর্মকর্তারা চাকরি করায় টেকনিক্যাল কাজে সমস্যা সৃষ্টি হচ্ছে। সিদ্ধান্ত গ্রহণে অপরিপক্কতা এবং কিছু কিছু সময় উল্টো সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে। তাই তারা ক্যাডারভিত্তিক মন্ত্রণালয় দাবি করেন, যেখানে সকল কর্মকর্তা ওই ক্যাডারের হবেন।
সেই সঙ্গে ক্যাডারের উচ্চ পদগুলোতে পদোন্নতির জটিলতা নিরসনে সকল ক্যাডারে প্রয়োজনীয় সুপার নিউমারি পদ তৈরির দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে।
সেখানে বলা হয়, বিধিমালা লঙ্ঘন করে একটি ক্যাডার উপসচিব পদে ৭৫ শতাংশ পদোন্নতি পাচ্ছে, আর ২৫টি ক্যাডার পাচ্ছে ২৫ শতাংশের কম, যা ‘মৌলিক অধিকারের পরিপন্থি’। এ ধারা উপসচিব থেকে যুগ্মসচিব, অতিরিক্ত সচিব ও সচিব পর্যায়েও বিরাজমান।
মেধাবী জনপ্রশাসন গড়ে তুলতে উন্মুক্ত পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ কর্মকর্তাদের মধ্য থেকে উপসচিব পদে পদোন্নতি দেওয়ার আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে।