Published : 03 Apr 2023, 01:55 PM
ঢাকার আফতাবনগরে ছিনতাইকারীদের চাপাতির কোপে বেসরকারি বিশ্বিদ্যালয়ের এক ছাত্রী আহত হয়েছেন।
আহত অপূর্ণা আক্তার ইতি ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষার্থী বলে জানিয়েছে পুলিশ।
বাড্ডা থানার ওসি আবুল কালাম আজাদ জানান, রোববার রাত সাড়ে ১০টার দিকে জিম থেকে হেঁটে বাসায় ফেরার পথে আফতাব নগরের 'বি' ব্লকে ইতি ছিনতাইকারীর কবলে পড়েন।
“ওই সময় তিন থেকে চারজন ছিনতাইকারী ইতির পথরোধ করে মোবাইল, টাকা ও ব্যাগ ছিনিয়ে নিতে চায়। ইতি না দিতে চাইলে তাদের মধ্যে প্রথমে ধস্তাধস্তি হয় এবং এক পর্যায়ে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তার সঙ্গে থাকা সব কিছু নিয়ে পালিয়ে যায়।“
ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার আব্দুল আহাদ জানান, ওই শিক্ষার্থীর দুই হাতে ও ডান বাহুতে কোপ লেগেছিল। তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসা শেষে সোমবার সকালে ইতি বাসায় ফিরেছেন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
এ ঘটনায় জড়িত ছিনতাইকারীদের ধরতে পুলিশের একাধিক দল কাজ করছে বলে জানিয়েছে উপ-কমিশনার আব্দুল আহাদ।