Published : 20 Jun 2025, 09:42 PM
এক সপ্তাহের ব্যবধানে দাম বেড়ে গেছে সোনালি মুরগির, যদিও স্থিতিশীল রয়েছে ব্রয়লার। আলুর দামও বেড়েছে। যদিও কমে এসেছে খামারের মুরগির ডিমের দাম।
ঈদের আগে ‘বৃষ্টির কারণে’ সবজির দাম কিছুটা বেড়ে গিয়েছিল, এখনো সে দামই আছে।
শুক্রবার ছুটির দিন মোহাম্মদপুরের টাউন হল, কৃষি মার্কেট, সাত মসজিদ রোড বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩৩০ থেকে ৩৪০ টাকায়। যা আগের সপ্তাহেই ছিল ২৮০ টাকা। আর ঈদের আগে ২৫০ থেকে ২৬০ টাকা। এ হিসেবে সোনালি মুরগীর দাম বেড়েছে প্রায় ৭০ টাকা।
টাউন হল বাজারে সোনালি মুরগি কিনছিলেন আমিনুর রহমান। দাম বেড়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করছিলেন। তবে শেষ পর্যন্ত তিনি ৩৩০ টাকা কেজি দরে সোনালি মুরগি কেনেন।
বেসরকারি চাকরিজীবী আমিনুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সপ্তাহের ব্যবধানে সোনালি মুরগির দাম ৫০ টাকা তো বেড়েছেই। আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের জন্য তো এতো দাম বাড়লে হিমসিম খেতে হবে।”
সাত মসজিদ রোড কাঁচাবাজারে ‘বিসমিল্লাহ ব্রয়লার মুরগি’ নামে একটি দোকানের বিক্রেতা আব্দুর হাকিম বলেন, দাম তো বাড়তির দিকে। ঈদের সময় সোনালি মুরগি অনেক বিক্রি হয়েছে। গত সপ্তাহেও কম দাম ছিল। তবে দুই-তিনদিন ধরে দাম আবার বেড়েছে।
তিনি বলেন, “বিভিন্ন জেলা থেকে মুরগি আসছে কম। তাই দামও বেশি।”
এদিন ব্রয়লার মুরগির দাম স্থিতিশীল দেখা যায়। শুক্রবার প্রতিকেজি ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে ১৭০ টাকা দরে। আগের সপ্তাহে বিক্রি হয়েছে ১৭০-১৮০ টাকার মধ্যে।
লাল লেয়ার মুরগির আগের মত ৩০০ থেকে ৩১০ টাকা, সাদা লেয়ারের ২৮০ থেকে ২৯০ টাকা ও দেশি মুরগি ৬৫০ থেকে ৬৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
ডিমের দাম কমেছে
বাজারগুলোতে খামারের মুরগির লাল ডিম ডজন প্রতি ১১০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। দরদাম করলে ১১০ টাকায় পাওয়া যাচ্ছে, যা আগে ছিল ১৩০ থেকে ১৩৫ টাকা।
দাম বেড়ে স্থিতিশীল সবজি বাজার
‘বৃষ্টির কারণে’ ঈদের আগে রাজধানীর কাঁচা বাজারগুলোয় সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা বেড়ে যায়, যা এখনও কমেনি।
শুক্রবার এসব বাজারে গ্রীষ্মকালীন সবজির মধ্যে প্রতিকেজি করলা বিক্রি হয় ৮০ টাকায়। ঢেঁড়স ও চিচিঙ্গা ৬০ টাকা, পটল ৬০ থেকে ৮০ ও ধুন্দল ৭০ টাকা কেজি দরে বিক্রি হয়।
কাঁকরোলের কেজি ৪০ টাকা, কচুরমুখী ৯০ থেকে ১০০, সজনে ১০০ থেকে ১২০ ও ঝিঙা আগের মতই ৬০ টাকা কেজি দরে মিলছে।
এছাড়া প্রতিকেজি টমেটো ৫০, গাজর ৫০ থেকে ৬০ , মুলা ৫০ ও শসা ৫০ থেকে ৬০ টাকা দরে বিক্রি হয়।
বাজারে কাঁচা কলার হালি আগের মতই ৪০ থেকে ৫০ টাকা, প্রতিটি চাল কুমড়া ৫০ টাকা এবং মিষ্টি কুমড়ার ৩০ থেকে ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এক হালি লেবু প্রকারভেদে মিলছে ১০ থেকে ২০ টাকায়। ধনেপাতার কেজি আগের মতই ২৫০ থেকে ২৮০ টাকার মধ্যে। আর কাঁচামরিচ বিক্রি হচ্ছে কেজি প্রতি ১২০ টাকা।
লাল শাক আগের মতই ১০ টাকা আঁটি। এছাড়া লাউ শাক ৪০ টাকা, পালং শাক ১০ থেকে ১৫ টাকা, কলমি শাক ১৫ টাকা, পুঁই শাক ৩০ থেকে ৪০ টাকা, ডাটা শাক ১০ টাকা, নাপা শাক ২০ টাকা ও ঢেঁকি শাক ২৫ টাকা আঁটি দরে বিক্রি হচ্ছে।
এদিন প্রতিকেজি পেঁয়াজ ৬০ থেকে ৭০ টাকা বিক্রি হতে দেখা যায়। আদার কেজি মানভেদে ১২০ টাকা থেকে ২৮০ টাকা। কেজিতে ৫ টাকা বেড়ে আলু বিক্রি হচ্ছে ৩০ টাকা দরে। রসুন মানভেদে ১৫০ থেকে ২৫০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা যায়।