Published : 25 May 2025, 03:21 PM
তেল বিক্রির কমিশন বাড়ানোসহ দশ দফা দাবিতে ডাকা পেট্রোল পাম্পের ধর্মঘট দুই মাসের জন্য স্থগিত করেছে বাংলাদেশ পেট্রলপাম্প ও ট্যাংকলরি মালিক ঐক্য পরিষদ।
ঐক্য পরিষদের ডাকে রোববার সকাল ৬টা থেকে এই কর্মবিরতি শুরু হয়, যা দুপুর ২টা পর্যন্ত চলার কথা ছিল। তার আগেই বেলা ১টার দিকে কর্মবিরতি স্থগিতের ঘোষণা আসে।
ওই সময় পর্যন্ত ঢাকাসহ দেশের বেশিরভাগ পেট্রোলপাম্প বন্ধ থাকে। ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন, পরিবহন ও বিপণনও বন্ধ রাখা হয়।
ফেইসবুকের ট্রাফিক অ্যালার্ট, বাইকবিডিসহ ট্রাফিক ও যানবাহন সংক্রান্ত গ্রুপগুলোতে অনেকেই পেট্রোলপাম্প কেন বন্ধ সে বিষয়ে জানতে চান। কেউ কেউ তেল না পেয়ে বিপদে পড়ার কথাও লেখেন।
পেট্রোলপাম্প বন্ধ থাকলেও সিএনজি ফিলিং স্টেশন চালু ছিল। গ্যাস সংকটের কারণে ফিলিং স্টেশনগুলোর সামনে যথারীতি যানবাহনের দীর্ঘ অপেক্ষমান কিউ দেখা গেছে।
বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংকলরি মালিক ঐক্য পরিষদ ঐক্য পরিষদের আহ্বায়ক মোহাম্মদ নাজমুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের ১০ দফা দাবির মধ্যে একটা ছিল তেল বিক্রির কমিশন বাড়ানো। সেটা মন্ত্রণালয় মেনে নিয়ে বলেছে, তারা ১৫ দিনের মধ্যে বিষয়টি সেটেল করবে।
“বাকি দাবিগুলোতে যেহেতু অনেক মন্ত্রণালয় ইনভলভড, সেজন্য আমরা তাদের দুই মাস সময় দিয়ে আজকের মতো কর্মসূচি স্থগিতের ঘোষণা দিয়েছি। দুই মাসের মধ্যে দাবি পূরণ না হলে আমরা আবার কঠোর কর্মসূচিতে যাব।”
পরিষদের দাবিগুলো হল-
• তেল বিক্রির কমিশন ন্যূনতম ৭ শতাংশ করা।
• সড়ক ও জনপথ অধিদপ্তরের ভূমির ইজারা মাশুল আগের হারে বহাল রাখা।
• পাম্প-সংযোগ সড়কের ইজারা নবায়নে আবেদনের সঙ্গে নির্ধারিত পে-অর্ডার জমা দিলেই তা নবায়ন হয়েছে বিবেচনা করা।
• বিএসটিআইয়ের মাধ্যমে কেবল ডিসপেন্সিং ইউনিট স্ট্যাম্পিং ও পরিমাপ যাচাই করা।
• আন্ডারগ্রাউন্ড ট্যাংক ক্যালিব্রেশন, ডিপ রড পরীক্ষণ ফি ও নিবন্ধনপ্রথা বাতিল করা।
• পরিবেশ, কলকারখানা ও ফায়ার সার্ভিস লাইসেন্সের বিধান বাতিল করা।
• ঘরের মধ্যে বা খোলা স্থানে অবৈধভাবে মেশিন বসিয়ে জ্বালানি বিক্রি বন্ধ করা।
• ডিলারশিপ ছাড়া বিপণন কোম্পানির সরাসরি তেল বিক্রি বন্ধ করা।
• ট্যাংকলরির চালকদের লাইসেন্স নবায়ন ও নতুন লাইসেন্স দেওয়া সহজ করা।
• যেখানে-সেখানে ট্যাংকলরি থামিয়ে কাগজপত্র পরীক্ষা না করে ডিপো গেইটে তা সম্পন্ন করা এবং সব ট্যাংকলরির জন্য আন্তঃজেলা রুট পারমিট ইস্যু করা।
পুরনো খবর