Published : 24 May 2025, 10:56 PM
বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) নির্বাচনে জয়ী হলে স্বতন্ত্র মন্ত্রণালয় প্রতিষ্ঠার জন্য কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে ‘ফোরাম প্যানেল’।
শনিবার সন্ধ্যায় রাজধানীর উত্তরায় বিজিএমইএ কার্যালয়ে প্যানেল পরিচিতির প্রথম দিনে এ প্রতিশ্রুতি তুলে ধরেন তারা।
আগামী ৩১ মে বিজিএমইএ নির্বাচন হবে ঢাকা ও চট্টগ্রামে। ভোট চলবে সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। নির্বাচনে তিনটি প্যানেলে ৭৬ জন প্রতিদ্বন্দিতা করবেন।
বিজিএমইএ নির্বাচনী বোর্ডের চেয়ারম্যানের দায়িত্বে আছেন মোহাম্মদ ইকবাল। তিনি বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) সাবেক চেয়ারম্যান।
শনিবার থেকে শুরু হয় পাঁচ দিনের প্যানেল পরিচিতি অনুষ্ঠান। প্রথম তিন দিন হচ্ছে ঢাকায়; পরের দুদিন হবে চট্টগ্রামে।
প্রথম দিন নিজেদের পরিচিতি ও প্রতিশ্রুতি তুলে ধরে ফোরাম প্যানেল।
ফোরাম প্যানেল লিডার ও রাইজিং ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ হাসান খান বলেন, "বিজিএমইএ উদ্যোক্তাদের জন্য মালিক কল্যাণ ফান্ড গঠন করা হবে। রাজনৈতিক প্লাটফর্মে বিজিএমইএ কে ব্যবহার করব না। সব ধরনের অপচয় কমানো হবে।"
তিনি বলেন, "জয়ী হলে প্যানেলের কেউ বিজিএমইএর টাকায় বিদেশ ভ্রমণ করবেন না। আত্মীয় স্বজনকে বিজিএমইএ ও গার্মেন্টের সাপ্লাই ব্যবসায়ও সম্পৃক্ত করব না।"
প্রার্থী না হলেও পরিচিতি সভায় অনন্ত গ্রুপের পরিচালক অনন্ত জলীল বলেন, "ইউক্রেইন যুদ্ধের প্রভাব এখনো আমাদের গার্মেন্ট ভোগ করছে। আমরা টাকার সংকটে ভুগছি। শ্রমিকদের বেতন বেড়েছে, গ্যাস-বিদ্যুতের দাম বেড়েছে, ৭০ শতাংশ খরচ বেড়েছে, কিন্তু পোশাকের দাম কমেছে ৩০ শতাংশ। এটা কীভাবে উদ্যোক্তরা সমন্বয় করবেন, তা বলার কেউ নাই।"
ফোরাম মহাসচিব রশিদ আহমেদ হোসাইনী বলেন, "আমরা অনেক দিন পর নির্বাচনে ভোট দেওয়ার মত পরিবেশ পেলাম। আমরা নির্বাচন সুষ্ঠু চাই, এবার মানুষ ভয়মুক্ত হয়ে ভোট দিতে পারবে।"