Published : 16 Jul 2024, 06:58 PM
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর ফিনটেক ও ডিজিটাল পেমেন্ট স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন মোবাইলে আর্থিক সেবা কোম্পানি নগদের নির্বাহী পরিচালক নিয়াজ মোর্শেদ এলিট।
মঙ্গলবার নগদ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
নিয়াজ মোর্শেদ বর্তমানে বড়তাকিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। পাশাপাশি জেসিআই চট্টগ্রামের প্রতিষ্ঠাতা সভাপতি।
এ ছাড়া জেসিআই বাংলাদেশ ট্রাস্টের চেয়ারপারসন ও চট্টগ্রাম আঞ্চলিক ক্রিকেট কাউন্সিলের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি।
নতুন দায়িত্বের বিষয়ে নিয়াজ মোর্শেদ বলেন, “বেসিস এর ফিনটেক ও ডিজিটাল পেমেন্ট স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হওয়ায় আমি সম্মানিত বোধ করছি। বাংলাদেশের ডিজিটাল রূপান্তর এবং আরও বেশি অন্তর্ভূক্তিমূলক আর্থিক অবকাঠামো তৈরিতে এই ইন্ডাস্ট্রির নেতা ও অংশীজনদের সঙ্গে সমন্বয় করে কাজ করতে চাই।”