Published : 27 Dec 2024, 06:33 PM
দেশের আবাসন ব্যবসায়ীদের সংগঠন-রিহ্যাব আয়োজিত মেলায় অংশ নিয়েছে ট্রপিক্যাল হোমস লিমিটেড।
শুক্রবার কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। রাজধানীর আগারগাঁওয়ে বিআইসিসিতে গেল ২৩ ডিসেম্বর মেলা শুরু হয়।
কোম্পানির পরিচালক (বিক্রয় ও বাজারজাতকরণ) এম হক ফয়সাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ বছর আমরা একটি স্টল নিয়ে মেলায় অংশ নিয়েছি। গতবারের তুলনায় এবার বেশ ভালো সাড়া পেয়েছি। এবার অন্তত ৫০ শতাংশ ক্রাউড বেশি ছিল আগেরবারের তুলনায়।”
এবারের রিহ্যাব মেলায় মোট ২৫টি আবাসিক ও বাণিজ্যিক প্রকল্প নিয়ে অংশগ্রহণ করেছে ট্রপিক্যাল হোমস। যেখানে মোট ৫৪০ টি অ্যাপার্টমেন্ট এবং ৭০০ এর বেশি অফিস স্পেস, দোকান ও শো-রুম রয়েছে। যার মধ্যে ২০০ এর মত অ্যাপার্টমেন্ট এবং ৪৫০ এর মত বাণিজ্যিক স্পেস বিক্রয়যোগ্য বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ট্রপিক্যাল হোমস বলছে, ১৯৯৬ সালে প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত তারা একশর বেশি প্রকল্প হস্তান্তর করেছে। সেই সঙ্গে ২ হাজার ৪০০টি অ্যাপার্টমেন্ট, ১০ লাখ স্কয়ার ফুটের বেশি বাণিজ্যিক স্পেস গ্রাহকদের বুঝিয়ে দিয়েছে।
কোম্পানির উদ্যোগে রাজধানীর মালিবাগে ৪৬ কাঠা জায়গা জুড়ে ‘ট্রপিক্যাল টি এ টাওয়ার’ নামে ৪৫তলা একটি বাণিজ্যিক ভবন নির্মাণ হচ্ছে।
ছয়টি বেজমেন্টসহ বিশাল এই ভবনে থাকবে ৩২৮টি কার পার্কিং স্পেস; থাকবে ১৪টি প্যাসেঞ্জার লিফট, দুটি সার্ভিস লিফট, এবং ৬ জোড়া এস্কেলেটর।
এছাড়া ভবনে থাকবে আন্তর্জাতিক মানের হাসপাতাল, লাক্সারি হোটেল, আধুনিক সুপার মার্কেট, কনফারেন্স হল, প্রশস্ত মসজিদ, রেস্টুরেন্ট, কমিউনিটি হল, ছাদের উপরে হেলিপ্যাড, ছাদের উপরে সুইমিংপুল ও কফি কর্নার, পুরুষ ও নারীদের জন্য আলাদা জিম, লেডিস পার্লার, মেন্স সেলুন, থ্রিডি মুভি থিয়েটার, ভি আর রুম, ইনডোর গেমিং জোন ও বাচ্চাদের খেলার জায়গা।