Published : 04 Feb 2024, 05:43 PM
নিয়ম মেনে আবারও সমন্বয় করা হয়েছে এলপিজির দাম, যেখানে চলতি মাসের জন্য এ বোতলজাত পেট্রোলিয়াম গ্যাসের দাম কেজিপ্রতি ৩ টাকা ৪৬ পয়সা বাড়ানো হয়েছে।
এতে প্রতি কেজি বোতলজাত এ গ্যাসের জন্য ক্রেতাদের এখন গুনতে হবে ১২২ টাকা ৮৬ পয়সা।
এর আগে গত ২ জানুয়ারি বোতলজাত এ গ্যাসের দাম কেজিতে ২ টাকা ৩৮ পয়সা বাড়িয়ে ১১৯ টাকা ৪০ পয়সা করা হয়েছিল।
নতুন দাম সমন্বয়ের পর সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজির সিলিন্ডার আগের মাসের ১ হাজার ৪৩৩ টাকা থেকে ৪১ টাকা বেড়ে ১ হাজার ৪৭৪ টাকা হয়েছে।
রোববার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এলপিজির নতুন দাম বাড়ানোর ঘোষণা দেয়।
সন্ধ্যা ৬টা থেকে নতুন এই দাম কার্যকর হবে।
বিইআরসি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ফেব্রুয়ারি মাসের জন্য সৌদি আরামকোর প্রোপেন এবং বিউটেনের ঘোষিত সৌদি সিপি প্রতি মেট্রিক টন যথাক্রমে ৬৩০ ও ৬৪০ মার্কিন ডলার।
৩৫:৬৫ অনুপাত অনুযায়ী প্রোপেন ও বিউটেনের গড় সৌদি সিপি প্রতি মেট্রিক টন ৬৩৬ দশমিক ৫০ মার্কিন ডলার বিবেচনায় বেসরকারি এলপিজি ও অটোগ্যাসের দাম ভোক্তা পর্যায়ে সমন্বয় করা হয়েছে।
সবশেষ ঘোষণা অনুযায়ী, ফেব্রুয়ারি মাসে রেটিকুলেটেড পদ্ধতিতে প্রতিকেজি এলপিজির দাম ১১৯ টাকা ০৪ পয়সা। আর যানবাহনে ব্যবহৃত প্রতি লিটার অটোগ্যাসের দাম ৬৭ টাকা ৬৮ পয়সা।