Published : 17 Jun 2023, 05:42 PM
জামালপুরে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম খুনের ঘটনায় বিক্ষোভ সমাবেশ করেছেন চট্টগ্রামের সাংবাদিকরা।
শনিবার নগরীর প্রেস ক্লাব চত্বরের সমাবেশ থেকে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়; নাদিম নিরাপত্তা চাওয়ার পরও তা দিতে ‘ব্যর্থ হওয়ায়’ পুলিশ সুপার ও সংশ্লিষ্ট থানার ওসির অপসারণের দাবি জানানো হয়েছে।
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) আয়োজিত সমাবেশে সভাপতি তপন চক্রবর্তী অভিযোগ করে বলেন, “হত্যাকাণ্ডের আগে সাংবাদিক নাদিম ফেইসবুক লাইভে এসে তার জীবনের নিরাপত্তা চেয়েছিল পুলিশ ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে, কিন্তু প্রশাসন নিরব ছিল।
“পুলিশ চাইলে হত্যাকাণ্ডের এক ঘণ্টার মধ্যে জড়িত সকলকে গ্রেপ্তার করতে পারত। কিন্তু জামালপুরের পুলিশ সুপার একটি টকশোতে বলেছেন, সাংবাদিক নাদিম হত্যাকাণ্ড নাকি বিচ্ছিন্ন ঘটনা।”
এ সময় তিনি জামালপুরের পুলিশ সুপার ও সংশ্লিষ্ট থানার ওসির অপসারণ দাবি করেন।
বুধবার রাতে জামালপুরের বকশিগঞ্জ উপজেলার পাটহাটি মোড়ে একদল দুর্বৃত্ত বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম এবং বেসরকারি টেলিভিশন চ্যানেল একাত্তর টিভির উপজেলা প্রতিনিধি নাদিমকে পিটিয়ে ফেলে রেখে যায়; ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরদিন বৃহস্পতিবার বিকালে তিনি মারা যান।
সমাবেশে সিইউজের সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম বলেন, একজন সাংবাদিকদের ওপর যখন এ ধরনের নির্মম আচরণ হয় তখন সারাদেশের সাংবাদিকদের নিরাপত্তাহীনতার কথাটা সবার সামনে চলে আসে। তাই সাংবাদিকদের স্বার্থেই সবাইকে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন।
“সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের এ নির্মম হত্যাকাণ্ড মুক্ত সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত। এ ঘটনা পেশাদার সাংবাদিকদের নিরাপত্তাহীনতাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে।”
অতীতে একাধিক সাংবাদিক খুনের ঘটনা ঘটলেও ঘাতকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়ায় বারবার সাংবাদিক নির্যাতন ও হত্যার মতো ঘটনার পুনরাবৃত্তি ঘটছে বলেও অভিযোগ সাংবাদিক নেতাদের।
সিইউজের যুগ্ম সম্পাদক সাইদুল ইসলামের সঞ্চালনায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি আলী আব্বাস, সিইউজের সাবেক সভাপতি মোস্তাক আহমদ, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, সিইউজের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ রুবেল খান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য আজহার মাহমুদ, চট্টগ্রাম প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ার, সিইউজের সাবেক যুগ্ম-সম্পাদক সবুর শুভ বক্তব্য দেন।