Published : 02 Jun 2025, 08:12 PM
চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ছোট সাজ্জাদের স্ত্রী শারমিন আক্তার তামান্নাকে গত বছরের জুলাই-অগাস্টে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ৫ জন নিহতের ঘটনায় করা পাঁচটি মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছে আদালত।
সোমবার চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফার আদালত শুনানি শেষে পুলিশের করা আবেদন মঞ্জুর করেন।
চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সহকারী পিপি মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চান্দগাঁও থানায় হওয়া ৫টি হত্যা মামলায় সাজ্জাদের স্ত্রী তামান্নাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। আবেদনের শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেছেন।”
গত বছরের জুলাই-অগাস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নগরীর বহদ্দারহাট ও মুরাদপুর এলাকায় এই পাঁচ জনের মৃত্যু হয়েছিল। ৫ অগাস্টের পর এসব ঘটনায় পৃথক ৫টি মামলা হয়।
গত বছরের হত্যার ঘটনায় সাজ্জাদের স্ত্রী তামান্নাকে গ্রেপ্তার দেখানোর আবেদনের বিষয়ে জানতে চাইলে চান্দগাঁও থানার ওসি আফতাব উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এখন অভিযানে আছি। এ বিষয়ে পরে কথা বলব।”
এর আগে ১০ মে রাতে নগরীর বহদ্দারহাটের বারইপাড়া এলাকা থেকে তামান্নাকে গ্রেপ্তার করে বাকলিয়া থানা পুলিশ।
নগরীর চকবাজার থানার চন্দনপুরা এলাকায় ৩০ মাচ ভোরে ধাওয়া করে প্রাইভেটকার থামিয়ে দু’জনকে গুলি করে হত্যা করা হয়। ওই ঘটনায় করা মামলায় এজাহারমুক্ত দুই নম্বর আসামি তামান্না।
৩০ মার্চের ঘটনায় নিহতরা হলেন আরেক সন্ত্রাসী সরোয়ার হোসেন বাবলার অনুসারী বখতেয়ার হোসেন মানিক ও মো. আব্দুল্লাহ।
হত্যাকাণ্ডের তিন দিন পর ১ এপ্রিল সন্ধ্যায় সাতজনের নাম উল্লেখ করে নগরীর বাকলিয়া থানায় হত্যা মামলাটি করেছিলেন নিহত বখতেয়ার উদ্দিন মানিকের মা ফিরোজা বেগম।
তিনি অভিযোগ করেন, কারাগারে থাকা ‘শীর্ষ সন্ত্রাসী’ ছোট সাজ্জাদ ও তার স্ত্রীর 'পরিকল্পনায়' খুনের ওই ঘটনা ঘটে।
সাজ্জাদ ও তার স্ত্রী তামান্নার পাশাপাশি মো. হাসান, মোবারক হোসেন ইমন, রায়হান ও বোরহানসহ সাত জনকে আসামি করা হয়েছিল সে মামলায়।
এর আগে গত ১৫ মার্চ ঢাকা থেকে গ্রেপ্তার করা হয় ছোট সাজ্জাদকে।
চট্টগ্রামের 'ছোট সাজ্জাদের' স্ত্রী তামান্না গ্রেপ্তার
চট্টগ্রামে জোড়া খুনের মামলায় ছোট সাজ্জাদ গ্রেপ্তার, অন্য মামলায়
'ছোট সাজ্জাদ ও স্ত্রীর পরিকল্পনায়' গাড়িতে জোড়া খুন: নিহতের মা
চট্টগ্রামে প্রাইভেট কার থামিয়ে গুলি করে ২ জনকে হত্যা
চট্টগ্রামে পুলিশকে গুলি করে পালানো 'ছোট সাজ্জাদ' ঢাকায় গ্রেপ্তার