Published : 11 May 2025, 01:22 AM
চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ছোট সাজ্জাদের স্ত্রী শারমিন আক্তার তামান্নাকে গ্রেপ্তার করার তথ্য দিয়েছে পুলিশ।
শনিবার রাতে বহদ্দারহাট বারৈয়পাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান বাকলিয়া থানার ওসি ইখতিয়ার উদ্দিন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, জোড়া খুনের মামলায় তামান্না এজাহারভুক্ত দুই নম্বর আসামি। এ মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে এ মামলায় মো. বেলাল ও মো. মানিক নামে দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের মধ্যে বেলাল ‘সরাসরি হত্যাকাণ্ডে অংশ নিয়েছিলেন’ এবং মানিক মোটর সাইকেল সরবরাহ করেছিলেন বলে পুলিশের ভাষ্য।
নগরীর চকবাজার চন্দনপুরা এলাকায় গত ৩০ মার্চ ভোর রাতে ধাওয়া করে প্রাইভেটকার থামিয়ে দুই জনকে গুলি চালিয়ে হত্যা করা হয়। আহত হন আরও দুইজন।
এতে আরেক সন্ত্রাসী সরোয়ার হোসেন বাবলার অনুসারী বখতেয়ার হোসেন মানিক ও মো. আব্দুল্লাহ নিহত হন।
হত্যাকাণ্ডের তিন দিন পর ১ এপ্রিল সন্ধ্যায় সাতজনের নাম দিয়ে নগরীর বাকলিয়া থানায় মামলা করেন নিহত বখতেয়ার উদ্দিন মানিকের মা ফিরোজা বেগম।
তিনি অভিযোগ করেন, কারাগারে থাকা ‘শীর্ষ সন্ত্রাসী’ ছোট সাজ্জাদ ও তার স্ত্রীর 'পরিকল্পনায়' খুনের ওই ঘটনা ঘটে।
মামলায় সাজ্জাদ ও তার স্ত্রী তামান্নার পাশাপাশি মো. হাসান, মোবারক হোসেন ইমন, রায়হান ও বোরহানসহ সাত জনকে আসামি করা হয়।
ঢাকা থেকে গত ১৫ মার্চ ছোট সাজ্জাদকে গ্রেপ্তারের পরদিন তার স্ত্রী তামান্নার প্রতিক্রিয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
সেই ভিডিওতে তিনি ‘কাড়ি কাড়ি’ টাকা খরচ করে সাজ্জাদকে জামিনে বের করে আনার কথা বলেছেন। পাশাপাশি তার বিরোধী পক্ষকে হুমকি দিয়ে বলেছেন “এখন তোমাদের পলাতক থাকার পালা।”
তামান্না তার ফেইসবুক আইডি থেকে ভিডিওটি শেয়ার করলেও পরে তা সরিয়ে নেন। তবে ততক্ষণে সেটি কপি করে ফেইসবুকে ছেড়ে দিয়েছেন অনেকে।
এরপর ৮ এপ্রিল হত্যা মামলায় রিমান্ডে থাকা ছোট সাজ্জাদকে সঙ্গে নিয়ে রাউজান ও বায়েজিদ বোস্তামী এলাকায় মাইকিং করে পুলিশ।
তাকে রাস্তায় ঘুরিয়ে ‘সন্ত্রাসী কার্যকলাপ ও চাঁদাবাজির বিরুদ্ধে’ হুঁশিয়ারি করে পুলিশের এ মাইকিংয়ের ঘটনায় চটেন তার স্ত্রী তামান্না।
এ ঘটনার পরদিন নিজের ফেইসবুক পেইজ থেকে একটি ভিডিও বার্তায় ক্ষোভ প্রকাশ করে তামান্নার অভিযোগ, তার স্বামী সাজ্জাদকে রশি বেঁধে রাস্তায় ঘোরানো ‘অপমানজনক’ এবং তাতে ‘মানবাধিকার লঙ্ঘন হয়েছে’।
আরও পড়ুন :
সাজ্জাদকে নিয়ে পুলিশের মাইকিংয়ে চটেছেন তার স্ত্রী
ছোট সাজ্জাদকে নিয়ে হেঁটে হেঁটে পুলিশের মাইকিং
'কাড়ি কাড়ি টাকা ছেড়ে' ছোট সাজ্জাদকে বের করে আনার ঘোষণা স্ত্রীর
চট্টগ্রামে পুলিশকে গুলি করে পালানো 'ছোট সাজ্জাদ' ঢাকায় গ্রেপ্তার
'কাড়ি কাড়ি টাকা ছেড়ে' ছোট সাজ্জাদকে বের করে আনার ঘোষণা স্ত্রীর
ছোট সাজ্জাদকে 'ধরিয়ে দিয়ে' এখন নিরাপত্তা চেয়ে নারীর মামলা