Published : 07 Jun 2025, 09:44 AM
চট্টগ্রামে জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে ঈদুল আজহার প্রধান জামাতে অংশ নিয়েছেন মুসলমানরা।
শনিবার সকাল সাড়ে ৭টায় প্রধান জামাত শেষে মোনাজাতে মসজিদের খতিব আবু তালেব মোহাম্মদ আলাউদ্দিন আল কাদেরি দেশে সম্প্রীতির জন্য প্রার্থনা করেন।
দেশের মঙ্গল কামনায় তিনি বলেন, “সবাই মিলে দেশে যেন আমরা সুন্দরভাবে বসবাস করতে পারি সেই দোয়া করি।”
জমিয়তুল ফালাহ মসজিদে সকাল ৮টায় হয়েছে দ্বিতীয় জামাত। এ ছাড়া নগরীর নয়টি মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় উদ্যোগেও বিভিন্ন জায়গায় ঈদ জামাত হয়েছে।
জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে প্রধান জামাতে চট্টগ্রামের সিটি মেয়র শাহাদাত হোসেন, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন, সাবেক সিটি মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী, জাতীয় পার্টি নেতা সোলায়মান আলম শেঠ, বিএনপি নেতা সাঈদ আল নোমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন।
নামাজ শেষে সাংবাদিকদের সামনে সিটি মেয়র বলেন, “ত্যাগের উদ্দেশ্যে করা কোরবানি যেন কবুল হয়। নগরবাসীর প্রতি আহ্বান, আপনারা প্রতিবেশী ও আত্মীয়-স্বজনের হক আদায় করুন। গরিব দুস্থ মানুষের সঙ্গী হয়ে ঈদের আনন্দে শামিল হন সবাই।”
তিনি বলেন, “ইতোমধ্যে নগরীর বিভিন্ন এলাকায় পশু কোরবানি শুরু হয়ে গেছে। নগরবাসীর কাছে অনুরোধ, কোরবানির পরে বর্জ্য যত্রতত্র ফেলবেন না। পশু কোরবানির স্থান ভালো করে ধুয়ে ফেলুন।”
শনিবার বিকাল ৫টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণে সিটি করপোরেশন কাজ করছে জানিয়ে নগরবাসীর সহায়তা চান মেয়র।