Published : 10 Jun 2025, 08:24 PM
চট্টগ্রামে তিনজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ার তথ্য দিয়েছে সিভিল সার্জনের কার্যালয়।
মঙ্গলবার সিভিল সার্জন কার্যালয় বলেছে, নগরীর একটি বেসরকারি ডায়গনস্টিক সেন্টারে একজন এবং মা ও শিশু হাসপাতালে দুইজনের শরীরে করোনাভাইরাস ধরা পড়ে।
তিনজনের মধ্যে দুইজন নগরীর এবং আরেকজন মিরসরাইয়ের জোরারগঞ্জের বাসিন্দা।
এদের মধ্যে একজনের মঙ্গলবার এবং অপর দুইজনের তিনদিন আগে ভাইরাসটি শনাক্ত হয়।
সিভিল সার্জন জাহাঙ্গীর আলম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চট্টগ্রামে নতুন করে তিনজন করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার কথা আমরা জেনেছি। আক্রান্তদের সবাই বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।”
এ বছর চট্টগ্রামে প্রথমবারের মত কারো শরীরে ভাইরাসটি শনাক্ত হলো।
এ ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ভিড় এড়িয়ে চলা, মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
জেলা সিভিল সার্জন বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বিভিন্ন প্রস্তুতি নেওয়া হচ্ছে। ইতোমধ্যে ২৫০ শয্যার জেনারেল হাসপাতালকে কোভিডের জন্য ‘ডেডিকেটেড হাসপাতাল’ করা সিদ্ধান্ত হয়েছে।
২০২০ সালে করোনাভাইরাস সংক্রমণ শুরুর পর দেশে ১ কোটি ৫৭ লাখ ২৬ হাজার ৩৭৯টি নমুনা পরীক্ষা করা হয়। করোনাভাইরাস পাওয়া যায় ২০ লাখ ৫১ হাজার ৭৬০টি নমুনায়। মৃতের সংখ্যা প্রায় সাড়ে ২৯ হাজার।
মহামারী শুরুর প্রথম বছর ২০২০ সালে দেশে ৭ হাজার ৫৫৯ জনের প্রাণ যায় করোনাভাইরাসে। এরপর সবচেয়ে বেশি ২০ হাজার ৫১৩ জনের মৃত্যু হয় ২০২১ সালে।
এরপর ২০২২ সালে এক হাজার ৩৬৮ জন; ২০২৩ সালে ৩৭ জন এবং ২০২৪ সালে ২২ জনের মৃত্যু হয়। আর চলতি বছর মৃত্যু হয়েছে একজনের।
ভারতসহ পার্শ্ববর্তী কয়েকটি দেশে করোনাভাইরাসের নতুন সাব-ভ্যারিয়েন্টের সংক্রমণ বেড়ে যাওয়ায় এবং অন্যান্য দেশে ধরনটি ছড়িয়ে পড়ার আশঙ্কায় নতুন সতর্কতা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর।