Published : 12 May 2024, 10:47 PM
‘নাট্যপালা’ মঞ্চে আনতে যাচ্ছে নতুন নাটক ‘বাঘ’। সোমবার সন্ধ্যায় ঢাকার জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হবে।
বাদল সরকার রচিত এ নাটকের নির্দেশনা দিয়েছেন তোসাদ্দেক হোসাইন মান্না।
গ্লিটজকে তিনি বলেন, প্রয়াত নাট্যকার বাদল সরকারের ত্রয়োদশ প্রয়াণবার্ষিকী স্মরণে যৌথভাবে দুই দিনের উৎসব আয়োজন করেছে নাটকের দল ‘নাট্যপালা’ ও ‘স্বপ্নদল’। সোম ও মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে ‘বাদল সরকার নাট্য আয়োজন ২০২৪’ শিরোনামে এ উৎসব হবে।
সোমবার সন্ধ্যায় মঙ্গল প্রদীপ জ্বালিয়ে উৎসবের সূচনা করবেন অভিনেতা আবুল হায়াত।
দুই দিনব্যাপী এই আয়োজনে প্রথম দিন মঞ্চস্থ হবে নাট্যপালা প্রযোজিত নাটক ‘বাঘ’। পরদিন মঙ্গলবার সন্ধ্যায় মঞ্চস্থ হবে স্বপ্নদল প্রযোজিত নাটক ‘ত্রিংশ শতাব্দী’।
বাদল সরকার রচিত ‘ত্রিংশ শতাব্দী’ নাটকটি নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন।