Published : 04 Jul 2025, 09:52 AM
অভিনেতা পরিচালক তৌকীর আহমেদ নতুন একটি ধারাবাহিক নাটক তৈরিতে হাত দিয়েছেন।
যে নাটকের বিভিন্ন চরিত্রে আবুল হায়াত, দিলারা জামান, ডলি জহুরের মত বর্ষীয়ান শিল্পীরা অভিনয় করেছেন। এছাড়া বিভিন্ন চরিত্রে আরো আছেন মীর রাব্বি, সাবরিনা আজাদ, তনুশ্রী দত্ত।
আর প্রধান দুই চরিত্রে জুটি বেঁধেছেন শ্যামল মাওলা ও আইশা খান।
‘ধূসর প্রজাপতি’ নামের নাটকটি প্রচার হবে বাংলাদেশ টেলিভিশন-বিটিভির পর্দায়।
তৌকির এক বিজ্ঞপ্তিতে বলেন, সম্পর্কের টানাপোড়েন, সময়ের বিবর্তনে হারিয়ে যাওয়া অনুভব আর জীবনের ধূসর দিকগুলো নিয়েই গড়ে উঠেছে এই নাটকের গল্প।
তৌকির বলেন, "এটি কেবল একটি নাটক নয়, বরং সময়, সম্পর্ক আর আত্মঅনুসন্ধানের এক নান্দনিক কাহিনী।"
অভিনেতা শ্যামল মাওলার কথায়, তৌকীর আহমেদের নির্মাণ মানেই ব্যতিক্রমী কিছু। তার সঙ্গে কাজ করা শিল্পীসত্তার আরেকটি নতুন আবিষ্কার।
“গল্প নিয়ে এখনই কিছু বলতে চাই না, দর্শকের জন্য চমক থাকুক।”
শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে অভিনেত্রী আইশা খান বলেন, “এই নাটকটির অভিজ্ঞতা একেবারেই আলাদা। তৌকীর ভাইয়ের মত একজন পরিচালকের সঙ্গে কাজ করাটা আমার জন্য সম্মানের। গল্পটা খুব মানবিক, দর্শক হৃদয়ে ছুঁয়ে যাবে বলেই বিশ্বাস।”
‘ধূসর প্রজাপতি’ নাটকটি বিটিভিতে খুব শিগগিরই প্রচার হবে বলে জানিয়েছেন তৌকির আহমেদ।