Published : 08 Mar 2025, 04:51 PM
ভাই-বোনের গল্পের সিনেমা ‘জিগরা’ মুক্তির আগে এর টিজার-ট্রেইলার দেখিয়েছিল অ্যাকশনে অন্য এক আলিয়া ভাটকে। তবে মুক্তির পর আলিয়া হতাশ করেছিলেন দর্শকদের। সম্প্রতি এক সাক্ষাৎকারে আলিয়া বলেছেন, সিনেমাটির ব্যর্থতা তার পেশাগত স্বপ্ন পূরণে নতুন করে উদ্যম যুগিয়েছে।
‘জিগরা’ মুক্তি পায় গত বছর। ভাইকে বাঁচাতে একজন বোন কতদূর পর্যন্ত যেতে পারে তা দেখিয়েছেন নির্মাতা ভাসান বালা। সিনেমায় আলিয়ার ভাইয়ের চরিত্রটি করেছেন ভেদাঙ্গ রায়না। ‘জিগরাতে’ আলিয়ার অভিনয় প্রশসিংত হলেও ৮০ কোটি রুপি বাজেটের এই সিনেমা ঘরে তুলেছে ৬২ কোটির কাছাকাছি।
হিন্দুস্তান টাইমস লিখেছে, ‘জিগরা’ মুক্তির কয়েকটি সপ্তাহ যেতে না যেতেই প্রেক্ষাগৃহ ফাঁকা হতে শুরু করে, ওঠে সমালোচনা।
সে সময় প্রতিক্রিয়ায় পরিচালক বালা বলেছিলেন, বক্স অফিসে সিনেমা সফল করা তার দায়িত্বের মধ্যে পড়ে। কোথায় গলদ রয়ে গিয়েছিল তা বিশ্লেষণ করা প্রয়োজন বলে মন্তব্য করেছিলেন তিনি।
এবার এই সিনেমা নিয়ে নিয়ে মুখ খুললেন মূল চরিত্রের অভিনেত্রী আলিয়া। লেখক জে শেঠীর সঙ্গে আলোচনায় আলিয়া নিজেকে আবেগপ্রবণ অভিনেত্রী বর্ণনা করে বলেছেন, “আমি পেশাদার এবং প্রযোজক। আমার কাজ নিয়ে আমি উৎসাহী। কাজ নিয়ে কিছু স্বপ্ন আছে আমার যা শেষ হওয়ার নয়।
“কোনো কাজ নিয়ে আমি কখনোই পুরোপুরি সন্তুষ্ট নই, আমার স্বভাবের এই দিকটা মন্দ নয়।”
‘জিগরার ব্যথর্তা’ নিয়ে আলিয়া বলেন, “গত বছর আমার একটা সিনেমা একেবারেই আশানুরূপ ফল করতে পারেনি। এই ঘটনাটাই আমাকে শক্তি জুগিয়েছে যে আরও ভালো কাজ করতে হবে।”
আলিয়ার কথায় তিনি চেষ্টার ত্রুটি রাখতে চান না। ব্যর্থ হলেও হতাশ হওয়ার পক্ষে তিনি নন।
“এই ধরনের ব্যর্থতা আমাকে আরও উৎসাহী করে তোলে। আর এটাই আমার পেশাদারিত্বের স্বপ্ন।”
আলিয়াকে আগামীতে ‘লাভ অ্যান্ড ওয়ার’ এবং ‘আলফা’ সিনেমায় দেখা যাবে। ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমায় স্বামী রাণবীর কাপুর ও ভিকি কৌশলের সাথে অভিনয় করবে তিনি।
এছাড়া ‘আলফা’ সিনেমায ও ববি দেওলের সাথে অভিনয় করবেন কপুর পরিবারের পুত্রবধূ।