Published : 25 May 2025, 08:05 PM
যারা নানা চাপে বা প্রতিবন্ধকতায় চুপ করে থাকেন, কথা বলেন না, সেই সব মানুষদের জন্য ‘আলী’ সিনেমা উৎসর্গ করেছেন নির্মাতা আদনান আল রাজীব।
তিনি বলেছেন, ১৫ মিনিটের স্বল্পদৈর্ঘ্যের এই সিনেমাটি তিনি বানিয়েছেন কণ্ঠস্বর জাগ্রত করার বার্তা পৌঁছে দিতে।
রাজীবের ভাষ্য, “কেবল সিনেমার আলী নন, বাংলাদেশ নয়, সব প্রান্তের আলীদের জন্য এই সিনেমা বানিয়েছি। যারা চাপে পড়ে নীরবতাকেই আশ্রয় করেন।“
রাজীবের ‘আলী’ বাংলাদেশের সিনেমাকে পৌঁছে দিয়েছে নতুন উচ্চতায়; ৭৮তম কান চলচ্চিত্র উৎসবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র শাখার বিচারকদের রায়ে ‘স্পেশাল মেনশন’ পেয়েছে সিনেমাটি।
এর মধ্য দিয়ে বাংলাদেশের কোনো সিনেমা প্রথমবারের মত কান চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে স্বীকৃতি পেল।
কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল ভেন্যু পালে দে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে সমাপনী আয়োজনে শনিবার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
উৎসবের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে সেরার পুরস্কার স্বর্ণপাম জিতেছে ইসরায়েলের তৌফিক বারহোম পরিচালিত ‘আই অ্যাম গ্ল্যাড ইউ আর ডেড নাউ’।
এই বিভাগের প্রধান বিচারক জার্মান নির্মাতা মারেন আদে মঞ্চে দাঁড়িয়ে ‘আলী’কে স্পেশাল মেনশন দেওয়ার কথা জানান। অতিথি সারিতে বসা নির্মাতা আদনান আল রাজীব উঠে দাঁড়ালে সবাই করতালি দিয়ে তাকে অভিনন্দন জানান।
পরে তিনি এক ফেইসবুক পোস্টে লেখেন, “এটা বাংলাদেশের জন্য।”
এরপর সেখানে এক সংবাদ সম্মলেনে এসে রাজীব ভাগ করে নিয়েছেন তার পুরস্কার জয়ের অনুভূতি। সংবাদিকদের প্রশ্নোত্তর পর্বে কিসের তাগিদে তিনি এই সিনেমা বানিয়েছে সেই কথাও রাজীব বলেছেন তার ৯ মিনিট ১৪ সেকেন্ডের কথায়।
রাজীব বলেন, “কণ্ঠস্বর জাগ্রত হওয়া বা সোচ্চার হওয়ার মধ্যে দিয়ে বাধা বিপত্তিকে অতিক্রম করা সম্ভব হয়। যারা চুপ করে থাকেন, কথা বলেন না নানা চাপে পড়ে, তাদের কথাই উঠে এসেছে আমার গল্পে।তাদেরকে এই পুরস্কার উৎসর্গ করছি।“
পুরস্কার অর্জনের প্রতিক্রিয়া জানতে চাওয়া হয় রাজীবের কাছে।
উত্তরে রাজীব বলেন, “এমন কিছু অর্জন করব, এটা কখনোই ভাবিনি।দারুণ ব্যাপার! আপনারা জানেন, প্রথমবারের মত আমাদের জন্য এটাই অনেক বড় একটা অর্জন।“
এ সময় দেশের পরিস্থিতি তুলে ধরে রাজীব বলেছেন, বাংলাদেশ অস্থির রাজনৈতিক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে।
“এমন অবস্থায় মানুষ একটু স্বস্তির নিশ্বাস নেওয়া সুযোগ খুঁজছে। আমার মনে হচ্ছে, এই পুরস্কারটি জিতে নেওয়ার মাধ্যমে সেটা খানিকটা দিতে পেরেছি।“
এই পুরস্কার জিতে নেওয়ার ঘটনা বাংলাদেশের মানুষের মধ্যে ‘আশা তৈরি করবে’ বলে মনে করেন রাজীব।
“বাংলাদেশ নিয়ে একটা ইতিবাচক ধারণাও তৈরি হবে সবার কাছে।“
রাজীব বলেছেন, তিনি কেবল একটি গল্প বলতে চেয়েছিলেন, যে চেষ্টা তার অন্য নির্মাণেও থাকে। শৈল্পিকভাবে কাজটি তিনি করতে চেয়েছিলেন বলে জানিয়েছেন রাজীব।
“কী বলব সত্যি বুঝতে পারছি না। ভাষায় প্রকাশ করতে পারছি না। এটাই বলব যে অবশ্যই এটা আমার জন্য বিশেষ অর্জন, নিঃসন্দেহে বলা যেতে পারে বাংলাদেশের জন্য।“
স্বল্পদৈর্ঘ্য সিনেমাটির প্রযোজনা করেছেন বাংলাদেশের তানভীর হোসেন ও ফিলিপিন্সের ক্রিস্টিন ডি লিওন। সিনেমাটির লাইন প্রোডাকশন কোম্পানি ‘রানআউট ফিল্মস’।
সহপ্রযোজক হিসিবে ফিলিপাইনের ভূমিকার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন রাজীব।
তিনি বলেছেন, ফিলিপাইনের ক্রিস্টিন ডি লিওনকে সিনেমার শুরু থেকেই তার প্রয়োজন ছিল।
এ সিনেমায় আলী চরিত্রে অভিনয় করেছেন আল আমিন। গত বছরের নভেম্বরে সিলেটে ‘আলী’র দৃশ্যধারণ হয়।
সিনেমার কেন্দ্রীয় চরিত্র আলী উপকূলীয় এলাকার এক কিশোর। যেখানে সে থাকে, সেখানে নারীদের গান গাইতে দেওয়া হয় না।
শহরে যাওয়ার সুযোগ পেতে আলী একটি গানের প্রতিযোগিতায় অংশ নেয়। ব্যতিক্রমী বিষয় হল, সে নারীকণ্ঠেও গান গাইতে পারে।
নির্মাতা আদনান আল রাজীব প্রায় দুই দশক ধরে বিজ্ঞাপন ও নাটক বানিয়েছেন।
কানে এই অর্জনের পর বিনোদন অঙ্গনের অভিনয়শিল্পী ও নির্মাতারা রাজীবকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন।