Published : 09 May 2025, 11:04 PM
বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচনে সভাপতি পদে জয় পেয়েছেন শাহীন সুমন; আর মহাসচিব পদে জিতেছেন শাহীন কবির টুটুল।
শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে হয় এ নির্বাচন। দিনব্যাপী ভোট গ্রহণ শেষে রাতে ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে থাকা আবদুল লতিফ।
সহকারী নির্বাচন কমিশনার এজে রানা গ্লিটজকে বলেন, “অনেক স্বতঃস্ফূর্ত নির্বাচন হয়েছে, এফডিসির বাইরে প্রথমবারের মত নির্বাচন, আমরা চিন্তা করিনি এত ভোটার আসবে। ভোটার ছিলেন ৩৯৫ জন, এর মধ্যে ২৬০ জন উপস্থিত ছিলেন। জ্যেষ্ঠ পরিচালকেরাও এসেছেন। বেশ স্বতঃস্ফূর্ত নির্বাচন ছিল, ফলে সবাই বেশ খুশি।"
পরিচালক সমিতির দুই বছর মেয়াদি এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে দুটি প্যানেল।
সভাপতি পদে শাহীন সুমন ১৬৬ ভোট পেয়ে হারিয়েছেন মুশফিকুর রহমান গুলজারকে। অন্যদিকে মহাসচিব পদে ১৮০ ভোট পেয়ে নির্বাচিত হন শাহীন কবির টুটুল, তিনি হারিয়েছেন সাফি উদ্দিন সাফিকে।
অন্যদের মধ্যে বিজয়ী হয়েছেন- সহসভাপতি পদে আবুল খায়ের বুলবুল, উপমহাসচিব পদে কবিরুল ইসলাম রানা, কোষাধ্যক্ষে সাইমন তারিক, প্রচার, প্রকাশনা ও দপ্তর সচিব পদে ওয়াজেদ আলী বাবলু, আন্তর্জাতিক ও তথ্যপ্রযুক্তিতে বন্ধন বিশ্বাস এবং সাংস্কৃতিক ও ক্রীড়ায় মুস্তাফিজুর রহমান মানিক নির্বাচিত হন৷
কার্যনির্বাহী সদস্য হয়েছেন ছটকু আহমেদ, শাহাদাৎ হোসেন লিটন, পল্লী মালেক, জাকির হোসেন রাজু, বজলুর রাশেদ চৌধুরী, সাঈদুর রহমান সাঈদ, হাবিবুল ইসলাম হাবিব ও জয়নাল আবেদীন (জয় সরকার)।
নির্বাচনে ১৮টি পদে দুটি প্যানেল থেকে ৩৬ জন প্রার্থী হন।
পরিচালক সমিতির ২০২৫-২৬ মেয়াদের এ নির্বাচন হওয়ার কথা ছিল গত বছরের ডিসেম্বরে।
নির্বাচন ঘিরে সব প্রস্তুতি সম্পন্ন হলেও শেষ মুহূর্তে এফডিসিতে নির্বাচনের অনুমতি না মেলায় তা স্থগিত হয়ে যায়।
এরপর নতুন তারিখ নির্ধারণ করা হয় এ বছরের ১০ জানুয়ারি, কিন্তু ওই দিনও ভোটগ্রহণ স্থগিত করা হয়। অবশেষে এফডিসির বাইরে নির্বাচন করতে হয় পরিচালক সমিতিকে।