Published : 01 Nov 2024, 05:50 PM
প্রেক্ষাগৃহে মুক্তির জন্য সার্টিফিকেশন বোর্ডের অনুমতি মিলেছে প্রার্থনা ফারদীন দীঘির প্রেমের গল্পের সিনেমা ‘থার্টি সিক্স-টোয়েন্টি ফোর-থার্টি সিক্স’। আগামী ৮ নভেম্বর মুক্তি পাবে সিনেমাটি।
চরকির মিনিস্ট্রি অব লাভ প্রজেক্টের সিনেমা ‘থার্টি সিক্স-টোয়েন্টি ফোর-থার্টি সিক্স’।
সিনেমাটি ওটিটির জন্য তৈরি করা হলেও নির্মাতারা পরে সিদ্ধান্ত নিয়েছেন এটি আগে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে।
পরিচালক রেজাউর রহমান গ্লিটজকে বলেন, “মুক্তির জন্য আমরা সিনেপ্লেক্স, মাল্টিপ্লেক্সগুলোকেই টার্গেট করছি। ডিস্ট্রিবিউশন কোম্পানির সঙ্গে কথা চলছে,সবকিছু চূড়ান্ত করে ট্রেইলার মুক্তি দেওয়া হবে।”
রেজাউর রহমান,কারিনা কায়সার ও মোনতাসির মান্নানের রচনায় সিনেমায় অভিনয় করেছেন প্রার্থনা ফারদীন দীঘি, সৈয়দ জামান শাওন, কারিনা কায়সার।
এতে প্রিয়ন্তী চরিত্রে অভিনয় করেছেন দীঘি। সিনেমার অধিকাংশ সময় বিয়ের সাজ ও আমেজে দেখা যাবে দীঘিকে।
দীঘি বলেন, "সবকিছু মিলিয়ে আমি খুব খুশি, খুব ভালো লাগছে। এমন চরিত্র আগে করা হয়নি। যে আয়োজনে কাজটি করেছি, তাতে আমার প্রত্যাশা অনেক।"
এ সিনেমার মাধ্যমে বড় পর্দায় আসছেন কারিনা কায়সার। তিনি বলেন, "আমি যতটা খুশি তার চেয়ে বেশি নার্ভাস। স্বপ্নেও কখনো ভাবিনি যে আমাকে বড় পর্দায় দেখা যাবে। এখন সেই স্বপ্ন পূরণ হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।"
সিনেমায় সায়রা চরিত্রে অভিনয় করেছেন কায়সার। তাকে একজন সফল ‘ওয়েডিং প্ল্যানারের’ চরিত্রে দেখা যাবে। নতুন বরের ভুমিকায় দেখা যাবে সৈয়দ জামান শাওনকে, তার চরিত্রের নাম তাহসির। এই তিনের মধ্যেকার ঘটনা নিয়েই গড়ে উঠেছে সিনেমার কাহিনী।
এই কাজটি দিয়ে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে পরিচালক রেজাউর রহামনেরও।
তিনি বলেন, "প্রথম সিনেমা, আমি খুবই এক্সাইটেড। সামাজিক স্টিগমা নিয়ে গল্পটা সাজানো হয়েছে। অনেকটা রমকম ঘরানার। এই ধরনের সিনেমা আমার খুব পছন্দের। দর্শকেরও ভালো লাগবে।"
আরও অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, মিলি বাশার, মানস বন্দ্যোপাধ্যায়, শহীদুল আলম সাচ্চু, রোজী সিদ্দিকী, শামীমা নাজনীন, আবু হুরায়রা তানভীর।
এর আগে মিনিস্ট্রি অব লাভ প্রজেক্টের আওতায় নির্মিত হয়েছে ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’, ‘মনোগামী’, ‘কাছের মানুষ দূরে থুইয়া’ এবং ‘ফরগেট মি নট’।