Published : 28 May 2025, 09:02 AM
কোরবানির ঈদ ঘিরে একের পর এক সিনেমার মুক্তির ঘোষণা আসছে। সেই তালিকায় যুক্ত হয়েছে নির্মাতা অনিক বিশ্বাসের ‘শিরোনাম’ সিনেমা।
এই সিনেমায় জুটি বেঁধেছেন নিরব হোসেন ও ববি হক। নিরবের ফার্স্ট লুক পোস্টার শেয়ার করে সিনেমা মুক্তির ঘোষণা দিয়েছেন পরিচালক।
তবে‘শিরোনামের' পুরো কাজ এখনো শেষ হয়নি। চলছে পোস্ট প্রোডাকশনের কাজ, বাকি রয়েছে গানের কিছু দৃশ্যধারণও।
সিনেমা মুক্তি নিয়ে এত তাড়া কেন জানতে চাইলে অনিক বলেন, “পোস্ট প্রোডাকশনের কাজ বেশ জোরেসোরেই চলছে, অল্প কিছু কাজ বাকি। সেটাও দুই তিন দিনের মধ্যে শেষ হয়ে যাবে। যেই সময়টুকু আছে, এর মধ্যে প্রস্তুতিটা নিয়ে নিতে পারব।”
ঈদে একাধিক সিনেমা মুক্তির ভিড়ে ‘শিরোনামের’ জন্য চ্যালেঞ্জ আছে কী না এমন প্রশ্নে অনিক বলেন, “চ্যালেঞ্জ সবসময়ই থাকে, সেটা ঈদ হোক বা অন্য সময়। তবে আমার সিনেমার জোরের জায়গা হচ্ছে গল্প। এটা একেবারে সমসাময়িক গল্প, যেখানে সমাজ বাস্তবতার প্রতিফলন থাকবে, দর্শক রিলেট করতে পারবে।”
রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছয়টি সিনেমা। ঈদের পর প্রেক্ষাগৃহে এসেছে মাত্র একটি।
ঈদ কেন্দ্রীক সিনেমা মুক্তির প্রবণতা নিয়ে নির্মাতার ভাষ্য, “এটা একটা জটিল সমীকরণ। তবে ঈদের সময় অনেক দর্শক সিনেমা দেখতে যান, পরিবার নিয়ে হলে আসেন। এই উৎসবমুখর সময়টা সিনেমা মুক্তির জন্য উপযুক্ত বলেই আমরা পরিকল্পনা করেছি।”
‘শিরোনাম’ সিনেমায় নিরব অভিনয় করছেন ‘ইব্রাহিম’ চরিত্রে। পোস্টারে দেখা গেছে, লম্বা চুল, চোখে কালো সানগ্লাস, গলায় একাধিক চেইন ও কালো জ্যাকেট পরা।
নিরব বলেছেন, ‘শিরোনামের’ গল্পটা বেশ তাৎপর্যপূর্ণ। সমসাময়িক অনেক বিষয় এতে উঠে আসবে। থাকবে সাধারণ মানুষের চাওয়া-পাওয়ার কথাও।
“এবার ঈদে দর্শকদের জন্য উপভোগ্য একটি সিনেমা হবে এটি”, বলেছেন নিরব।
এতে অভিনয় করেছেন সালাউদ্দিন লাভলু, ওমর সানী, শতাব্দী ওয়াদুদ, ফারজানা ছবি, কচি খন্দকার, দিলরুবা দোয়েল, শিবা শানুসহ অনেকে।
ঈদ উপলক্ষে এবার মুক্তির তালিকায় রয়েছে রায়হান রাফীর ‘তাণ্ডব’, মিঠু খানের ‘নীল চক্র’, সঞ্জয় সমাদ্দারের ‘ইনসাফ’, তানিম নূরের ‘উৎসব’, ফরহাদ চৌধুরীর ‘নাদান’ এবং অলক হাসানের ‘টগর’।