Published : 21 Aug 2024, 04:47 PM
হলিউডি অভিনেতা বেন অ্যাফ্লেকেকে বিয়ে করে অভিনেত্রী জেনিফার লোপেজ বলেছিলেন, ‘ভালোবাসা সুন্দর এবং প্রেম ধৈর্যশীল’ একটি ব্যাপার। এক ছাদের নিচে সংসার করার দুবছর পর লোপেজের সেই ‘ধৈর্য’ হারিয়েছে; স্বামীর কাছ থেকে এখন বিচ্ছেদ চাইছেন এই অভিনেত্রী।
বিবিসি লিখেছে, গুঞ্জন সত্যি হয়েছে, ঘর ভাঙছে লোপেজ ও অ্যাফ্লেকের। মঙ্গলবার লস অ্যাঞ্জেলেসের কাউন্টি সুপিরিয়র আদারতে বিবাহ বিচ্ছেদের আবেদন করেছেন লোপেজ।
‘বেনিফার’ খ্যাত এই দুই তারকা ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান করেছিলেন ২০২২ সালের অগাস্টে। জর্জিয়ায় ৮৭ একরের এক বিশাল এস্টেটে ওই বিয়ের অনুষ্ঠান হয়েছিল। আর এর আগের মাসে লাস ভোগাসে ছোট পরিসরে বিয়ের কাজটি সেরেছিলেন এ তারকা জুটি।
বিয়ের পর একসঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে লোপেজ ও অ্যাফ্লেককে একসঙ্গে দেখা গেছে। সর্বশেষ চলতি বছরের শুরুতে গোল্ডেন গ্লো গিয়েছিলেন দুজনে। এর দুমাস পর ‘বেনিফার’র বিচ্ছেদ গুঞ্জন উড়তে শুরু করে। তারকা দম্পতি এক সময়ে আলাদা বাড়িতে থাকতে শুরু করেন।
বিবিসি লিখেছে, বিচ্ছেদের খবর জানতে লোপেজ ও অ্যাফ্লেকের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয়েছে তারা।
আদালতে দায়ের করা মামলা অনুযায়ী, লোপেজ বা তার আইনজীবীকে এখন অ্যাফ্লেকের কাছে বিবাহ বিচ্ছেদের আবেদনের একটি অনুলিপি দিতে হবে।
মহা ধুমধামে বেনিফারের দ্বিতীয় অধ্যায় শুরু
লস অ্যাঞ্জেলেসের সুপেরিয়র কোর্টে এই মামলার জন্য দায়ের করা নথি অনুযায়ী, ৫৫ বছর বয়সী জেনিফার লোপেজ এবং ৫২ বছর বয়সী বেন অ্যাফ্লেকেকে তাদের আর্থিক তথ্য যেমন, বতর্মান আয়, ব্যয়, সম্পত্তি এবং ঋণের বিষয়ে একে অপরকে জানাতে হবে।
দুই বছর আগে বিয়ে করলেও লোপেজ ও অ্যাপ্লেকের পরস্পরের সান্নিধ্যে আসার গল্প আরো আগের। ২০০৩ সালে ‘গিগলি’ সিনেমার শুটিংয়ের সময় দুজন দুজনের প্রেমে পড়েন।
পরের বছর বাগদান সারলেও তখন আর বিয়ে পর্যন্ত পৌঁছাতে পারেননি তারা। সেই সম্পর্ক ভেঙে যায় মাত্র এক বছরের মধ্যে।
এরপর অস্কারজয়ী অ্যাফ্লেক বিয়ে করেন অভিনেত্রী জেনিফার গার্নারকে। সেই ঘরে তার তিনটি সন্তানও রয়েছে।
২০১৫ সালে গার্নারের কাছ থেকে আলাদা হয়ে যান অ্যাফ্লেক। দুই বছর পর তারা আনুষ্ঠানিকভাবে দাম্পত্যে ইতি টানেন।
অন্যদিকে জেনিফার বিয়ে করেছেন তিনবার। ১৯৯৭ সালে কিউবান লেখক ওয়ানি নোয়ার সঙ্গে তার প্রথম বিয়ে এক বছর টিকেছিল। ২০০১ সালে অভিনেতা ক্রিস জুডের সঙ্গে তার বিয়ে টিকে ছিল দুই বছর।
এরপর কিছু দিন বেন অ্যাফ্লেকের সঙ্গে কাটিয়ে ২০০৪ সালে জে লো গাটছড়া বাঁধেন গায়ক-অভিনেতা মার্ক অ্যান্টনির সঙ্গে। দুই সন্তানের বাবা-মা হওয়ার পর ১০ বছর বাদে অ্যান্টনি ও লোপেজের বিচ্ছেদ হয়।
তৃতীয় বিয়ে ভেঙে যাওয়ার পর ২০১৭ সালে বেসবল খেলোয়াড় অ্যালেক্স রড্রিগেজের সঙ্গে ‘লিভ ইনে’ ছিলেন লোপেজ। চতুর্থবার তিনি জীবনসঙ্গী হিসেবে প্রথম বাগদানের সঙ্গীকে বেছে নিলেও সেটি শেষ পর্যন্ত টিকিয়ে রাখতে চাইছেন না এই অভিনেত্রী।