Published : 08 Oct 2024, 09:22 PM
বলিউড ইন্ডাস্ট্রিতে একজন অভিনেতা আছেন যার ঝুলিতে আছে ২৯টি ফ্লপ সিনেমা, আর হিটের সংখ্যা হাতে গুণে বলতে সময় লাগে না। তিনি আবার মহাতারকা অমিতাভ বচ্চনের ‘বেস্ট ফ্রেন্ড’ হিসেবে পরিচিত। সেই অভিনেতা হলেন বিগ বির একমাত্র ছেলে অভিষেক বচ্চন।
ভারতীয় সংবাদমাধ্যম ডিএনএ বলছে, তারকা অভিনেতাদের মত হিট সিনেমা উপহার দিতে না পারলেও অভিষেক সিনেমা প্রতি পারিশ্রমিক নেন ১২ কোটি রুপির বেশি।
সিনেমা ছাড়াও অভিষেকের পকেটে ভালো টাকা আসে পারিবারিক সম্পত্তি থেকে।
অভিষেক তাদের জুহুর বিলাসবহুল বাংলোর নিচতলা স্টেট ব্যাংক অব ইন্ডিয়াকে ভাড়া দিয়েছেন। ১৫ বছরের ওই লিজ চুক্তি থেকে বচ্চন পরিবারের বেশ বড় অঙ্কের ভাড়া আসে। সেখান থেকে অভিষেক মাসে পান ১৮ লাখ রুপি। এছাড়াও, মুম্বাইয়ে কিছু ফ্ল্যাটও কিনেছেন তিনি। সব মিলিয়ে অভিনেতার মোট সম্পত্তির দাম প্রায় ২৮০ কোটি রুপি।
অভিষেক ক্যারিয়ার শুরু করেছিলেন 'রিফিউজি' সিনেমা দিয়ে ২০০০ সালে। অভিনেতার প্রথম সিনেমা যে মুখ থুবড়ে পড়েছিল, তা নয়। তবে এর পরের কয়েকটি সিনেমা তেমন কোনো সাফল্যের মুখ দেখেনি।
কাজ শুরুর চার বছরের মাথায় ২০০৪ সালে ‘ধুম’ সফল হলে অভিষেকের ক্যারিয়ারে ‘হিট’ শব্দটি যুক্ত হয়। অবশ্য বক্স অফিসের হিসাব অনুযায়ী অভিষেকের একমাত্র ‘হিট’ সিনেমা ধরা হয় 'বান্টি অউর বাবলি'কে।
অভিষেকের ওটিটি যাত্রা আবার বড় পর্দা থেকে অনেকটাই বিপরীত। ওটিটি সিরিজ 'ব্রিদ: ইনটু দ্য শ্যাডোজ' এ অভিষেকের অভিনয়কে ‘দুর্দান্ত প্রত্যাবর্তন’ বলেছেন সিনেমা বিশ্লেষকরা।
এরপর 'দশভি', 'ঘুমার'সহ আরও কয়েকটি ওয়েব ফিল্ম ও সিরিজে দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে অভিষেকের অভিনয়।
এ অভিনেতাকে আগামীতে সুজয় ঘোষের 'কিং' সিনেমায় খল চরিত্রে দেখা যাবে। ওই সিনেমায় শাহরুখ খান, সুহানা খান ও অভয় বর্মাও অভিনয় করছেন।
কর্মজীবনে ছেলে যাই করুক না কেন, অভিষেককে নিয়ে বরাবরই অমিতাভ উচ্ছ্বাস প্রকাশ করেন খোলাখুলিভাবে। এমনকি ছেলেকে নিজের ‘বেস্ট ফ্রেন্ড’ হিসেবেও তুলে ধরেছেন এক সাক্ষাৎকারে।
অমিতাভের ভাষ্য, তিনি ছেলের কাছে তেমন কিছুই লুকান না। আর অভিষেক মাঝেমধ্যেই তার বাবার পোশাক ও জুতা ব্যবহার করেন।