Published : 15 Oct 2024, 12:12 PM
মুম্বাইয়ে জুহুতে পৈত্রিকভিটায় দুর্গাপূজার আয়োজনে হাজির হয়ে প্রতিবারই কোনো না কোনো ঘটনা ঘটিয়ে আলোচনায় আসেন হিন্দি সিনেমার অভিনেত্রী কাজল।
হয় তিনি হোঁচট খেয়ে পড়ে যান, না হয় তার শাড়ি আটকে যায় মণ্ডপের মঞ্চে।
তবে এবারে অতীতের সব ঘটনাকে ছাপিয়ে উৎসবের পাঁচদিনের তিনদিনই খবরে এসেছেন কাজল। দুদিন মেজাজ হারিয়ে চিৎকার করেছেন, আর একদিন মণ্ডপ থেকে নামার সময় পা হড়কে প্রায় পড়েই যাচ্ছিলেন নব্বই দশকের এই জনপ্রিয় অভিনেত্রী।
দুর্গোৎসবে অষ্টমীর দিন শুক্রবার বাড়িতে আসা অতিথিদের খাবার পরিবেশনের সময় আচমকাই রেগে যান কাজল। কারণ একজন অতিথি সেই সময় মোবাইলে তার খাবার পরিবেশনের মুহুর্ত ভিডিও করছিলেন।
কাজল চিৎকার করে বলেন, “একদম না, ক্যামেরা বন্ধ করুন। এখন পরিবেশন করছি। এসব করবেন না এখানে এ রকম।“
কাজলের চিৎকারে সঙ্গে সঙ্গে তার নিরাপত্তারক্ষীরা এসে ভিডিও করতে বাধা দেন ওই ব্যক্তিকে।
কাজলের ওই ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে কেউ কেউ মজা পেয়েছেন। তবে অভিনেত্রীর এই আচরণের সমালোচনা বেশি এসেছে।
পরদিন শনিবার নবমীর দিনের একটি ভিডিওতে দেখা গেছে মণ্ডপে দাঁড়িয়ে পূজার কাজ সামলাচ্ছিলেন কাজল। ওই সময় মণ্ডপে জুতা পায়ে আলোকচিত্রীদের দেখে তিনি দারুণ চটে যান।
কাজল বলেন, “যান আপনারা। এখনই জুতা খুলে আসুন।”
এখানেই থেমে না গিয়ে মাইক হাতে নিয়ে কাজল ফের বলেন, “সবাই জুতা বাইরে রেখে আসুন। এখানে পূজা হচ্ছে। প্রত্যেকে দয়া করে শ্রদ্ধাটুকু বজায় রাখুন।”
এই সময় কাজলের পাশে দাঁড়িয়ে থাকা তার ছোট বোন তনিশা মুখোপাধ্যায় ও নায়িকা আলিয়া ভাট ক্ষুব্ধ কাজলকে চিৎকার করতে দেখে কিছু ঘাবড়ে যান।
এ ঘটনায় অবশ্য প্রশংসা কুড়িয়েছেন কাজল। তার অনুরাগীদের ভাষ্য, পূজা মণ্ডপে জুতা পরে আসা মানা যায় না, এক্ষেত্রে কাজল ‘ঠিকই করেছেন’।
এরপর দশমীর রাতে বড় ধরনের দুর্ঘটনা থেকে রেহাই পেয়েছেন এই অভিনেত্রী। সিঁদুর খেলার আগে দেবীবরণ করে অস্থায়ী সিঁড়ি বেয়ে নিচে নামছিলেন তিনি। হাতে ছিল মোবাইল, আর চোখ ছিল ফোনের স্ক্রিনে।
ওই সময় বেখায়ালে পা পিছলে সিড়ির ওপরে প্রায় পড়েই যাচ্ছিলেন কাজল। তবে কোনোরকমে নিজেকে সামলালেও হাতের মোবাইলটি সিড়ির ফাঁক দিয়ে নিচে পড়ে যায়।