Published : 23 Jun 2024, 02:12 PM
হিন্দি সিনেমার অভিনেত্রী সোনাক্ষী সিনহা ও অভিনেতা জাহির ইকবালের বিয়ের পর নায়িকার ধর্মান্তরিত হওয়ার যে গুঞ্জন রটেছে, তা উড়িয়ে দিলেন হবু শ্বশুর।
জাহিরের বাবা ইকবাল রতনসি ফ্রি প্রেস জার্নালকে বলেছেন, “হিন্দু বা মুসলিম রীতিতে এ বিয়ে হচ্ছে না। এটি হবে সিভিল ম্যারেজ।”
সোনাক্ষীর হবু শ্বশুর এও বলেন, “অভিনেত্রী ধর্মান্তরিত হচ্ছেন না, এটা আমি নিশ্চিত। তাদের হৃদয়ের সম্মিলন হচ্ছে, এখানে ধর্মের কোনো বিষয় নেই।
“আমি মানবতায় বিশ্বাস করি। ঈশ্বরকে হিন্দুরা ভগবান এবং মুসলমানরা আল্লাহ বলে ডাকে। কিন্তু দিন শেষে সবাই আমরা মানুষ। জাহির ও সোনাক্ষীর সঙ্গে আমার আশীর্বাদ থাকবে।”
সম্প্রতি অভিনেত্রীর বাবা শত্রুঘ্ন সিনহার ঘনিষ্ঠ বন্ধু শশী রঞ্জন বিয়ের হালখবর দিয়েছেন।
শশী বলেন, “সে (সোনাক্ষী) বিয়ে করতে যাচ্ছে সেই মানুষকে, যার সঙ্গে সে প্রেমে জড়িয়েছে। বিয়েতে সবাই অংশ নিচ্ছেন, শত্রুজির ভাইয়েরাও আমেরিকা থেকে আসছেন।”
এনডিটিভি লিখেছে, বিয়ের অনুষ্ঠানে সোনাক্ষীর বাবা যে থাকছেন, তা কিছুদিন আগে শত্রুঘ্ন নিজেই খোলাসা করেছেন।
জুমকে দেওয়া সাক্ষাৎকারে এই ঝানু অভিনেতা ও রাজনীতিবিদ বলেন, তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকছেন না বলে যেসব খবর বেরিয়েছে, তা একেবারেই মিথ্যে।
“বলুন তো, এটা কার জীবন? এটা কেবল আমার একমাত্র মেয়ে সোনাক্ষীর জীবন, যাকে নিয়ে আমি খুব গর্বিত এবং ভীষণ পছন্দ করি। চলার পথে সে আমার থেকে শক্তি পায়। তার বিয়েতে আমি অবশ্যই থাকব; কেন থাকব না?”
জাহিরের হবু শ্বশুর শত্রুঘ্ন বলেন, “আমি যে এখনও মুম্বাইয়ে রয়েছি, তা কেবল সোনাক্ষীর মনোবলের খুঁটি হতে নয়, আমিই তার আসল কবচ। সোনাক্ষী ও জাহিরকে একসঙ্গে জীবন কাটাতে হবে। তাদেরকে একসঙ্গে খুব সুন্দর লাগে।”
বছর চারেক আগে থেকেই সোনাক্ষী ও জাহিরের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল। ২০২২ সালের 'ডাবল এক্সএল' সিনেমায় তারা স্ক্রিন শেয়ার করেন। গত বছর মিউজিক ভিডিও ‘জোড়ি ব্লকবাস্টারে’ও দেখা গিয়েছিল এ জুটিকে।