Published : 18 May 2025, 02:55 PM
‘এডিংটন’ সিনেমার প্রিমিয়ারে অংশ নিতে কান চলচ্চিত্র উৎসবের ৭৮তম আসরে লাল গালিচায় হাজির হয়েছিলেন অস্কারজয়ী অভিনেত্রী এমা স্টোন। সহশিল্পীদের নিয়ে স্টোন যখন রেড কার্পেটে আলোকচিত্রীদের ক্যামেরার সামনে দাঁড়ান, তখন বাঁধে বিপত্তি।
একটি মৌমাছি স্টোনের মুখের সামনে দিয়ে বারবার ঘুরতে থাকে। হাত দিয়ে তাড়িয়ে, ফুঁ দিয়ে উড়িয়েও যে মৌমাছিকে সহজে সেখান থেকে সরানো যায়নি।
কানে স্টোন ও মৌমাছি বিভ্রাটের এই খবর ও ছবি এসেছে পেইজ সিক্সে।