Published : 26 Jul 2024, 09:43 PM
ফেলুদা এবং ব্যোমকেশের পর কিংবদন্তী ব্রিটিশ গোয়েন্দা চরিত্র ‘শার্লক হোমস’কে নিয়ে ওয়েব সিরিজ নির্মাণে হাত দিয়েছেন কলকাতার পরিচালক সৃজিত মুখার্জি।
সাংবাদ প্রতিদিন লিখেছে, শার্লকের গোয়েন্দাগিরিকে জিও সিনেমার পর্দায় ‘শেখর হোম’ নামে তুলে ধরবেন সৃজিত।
হিন্দি ভাষায় নির্মিত এই সিরিজে শার্লক হয়ে আসছেন বলিউডের অভিনেতা কে কে মেনন।
শুক্রবার সোশ্যাল মিডিয়ায় মেননের ফার্স্ট লুকের একটি মোশন পোস্টার শেয়ার করেছেন সৃজিত। ওই পোস্টারে একাধিক ব্লক পরপর সেজে ফুটে উঠছে আর ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে শার্লক হোমসের মুখ।
এই পোস্টের মন্তব্যের ঘরে সৃজিত লিখেছেন. “সব ছবিগুলিকে একসঙ্গে জুড়ে ফেলুন আর আপনি বুঝতে পারবেন, একমাত্র এই মানুষটাই সমস্ত রহস্যের সমাধান করতে পারেন’।
এই সিনেমায় কাজ করছেন বাঙালি অভিনেতা কৌশিক সেন। এছাড়া দিব্যেন্দু ভট্টাচার্য, রসিকা দুগ্গাল, রণবীর সোরে, উষা উত্থুপ, মাধবেন্দ্র ঝাদের দেখা যাবে সৃজিতের ‘শেখর হোম’ সিনেমায়। তবে শার্লকের বন্ধু ওয়াটসন কে হচ্ছেন তা খোলাসা করেননি সৃজিত।
স্যার আর্থার কোনান ডয়েলের প্রথম উপন্যাস 'আ স্টাডি ইন স্কারলেট' ১৮৯০ সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়। যেখানে শার্লক হোমস নামের তুখোড় গোয়েন্দা চরিত্রের সঙ্গে প্রথমবারের মত পরিচিত হন পাঠকরা। শার্লকের সঙ্গে আবির্ভূত হন ডাক্তার জন ওয়াটসন।
শার্লক কেবল বইয়ের মাধ্যমেই পাঠকদের কাছে ধরা দেননি। পৃথিবীর সর্বাধিক অভিনীত চলচ্চিত্র চরিত্র হিসেবে ধরা হয় শার্লক হোমসকে।
চলচ্চিত্রের নির্বাক যুগে ১৯০০ সালে তাকে নিয়ে প্রথম সিনেমা শার্লক হোমস ব্যাফলড মুক্তি পায়।
এখনো প্রায় প্রতিবছর কোনো না কোনো দেশে খ্যাতিমান কোনো এক অভিনেতা শার্লক হোমস চরিত্রে অভিনয় করে যাচ্ছেন। এ পর্যন্ত দুইশোর বেশি সিনেমা মুক্তি পেয়েছে, অন্তত ৭০ জন বিখ্যাত অভিনেতা নিজেদের শার্লক হোমস হিসেবে চলচ্চিত্রায়িত হতে দেখেছেন।
আর্থার কোনান ডয়েলের কাছ থেকে ধার নিয়ে এই গোয়েন্দাকে অন্যতম চরিত্রে রেখে কাহিনী রচনা করেছেন অ্যান্থনি বার্জেস, ডরোথি হিউজেস, স্টিফেন কিং, পিজি ওডহাউস, এ এ মিলনে, নেইল গেইম্যান, জন ডিক্সন কার এবং আরও অনেকে।
শার্লক হোমস প্রায় সব ভাষার শ্রেষ্ঠ গোয়েন্দা লেখকদেরও প্রভাবিত করেছে।
বাংলা সাহিত্যের দুই প্রধান গোয়েন্দা চরিত্র ব্যোমকেশ ও ফেলুদার মধ্যেও শার্লক হোমসের ছায়া দেখা যায়।