Published : 14 May 2025, 07:33 PM
‘মীরা বাঈ’, ‘পাগলা হাওয়ার তোড়ের’ মত সাড়া তোলা কয়েকটি গান গেয়ে টাঙ্গাইলে শ্রোতা-দর্শকদের মাতিয়ে দিয়েছেন ব্যান্ড শিল্পী জেমস।
মঙ্গলবার রাতে শহরের শহিদ মারুফ স্টেডিয়ামে বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ফুটবল চ্যাম্পিয়নশিপ (বিবিএফসি) উপলক্ষে আয়োজিত ট্রফি উন্মোচন অনুষ্ঠানে গান গেয়েছেন নগর বাউল খ্যাত এই গায়ক।
সেখানে জেমস একের পর এক গেয়েছেন ‘কবিতা, তুমি স্বপ্নচারিণী হয়ে খবর নিও না’, ‘দিওয়ানা দিওয়ানা তোমার প্রেমের দিওয়ানা’, ‘গুরু ঘর বানাইলা কি দিয়া’ ‘দশ মাস দশ দিন ধরে গর্ভে ধারণ’ ‘আসবার কালে আসলাম একা’, ‘দুষ্ট ছেলের দল’, ‘বিজলী চলে যেওনা’, ‘মীরা বাঈ’, ‘পাগলা হাওয়ার তোড়ে’, ‘না জানি কোহি’ সহ জনপ্রিয় আরো কয়েকটি গান।
ওই অনুষ্ঠানে জেমস ছাড়াও টাঙ্গাইলের শিল্পীরা পারফর্ম করেন।
বিকাল থেকে শুরু হওয়া ওই অনুষ্ঠান চলে রাত পর্যন্ত। তবে অনুষ্ঠান শুরুর আগেই দুপুর থেকেই দর্শকরা আসতে থাকেন অনুষ্ঠানস্থলে।
মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুপক আহমেদ বলেন, “মঞ্চে জেমস মানেই যেন অন্য রকম উন্মাদনা। দর্শকদের পাগলামো আর হই-হুল্লোড়ের সাথে সাথে এই রকস্টারও মেতে উঠেন।“
শহরের পশ্চিম আকুর টাকুর পাড়ার বাসিন্দা সৌরব হাসান সময় বলেছেন, এর আগে টাঙ্গাইলে কোনো অনুষ্ঠানে এত দর্শক সমাগম হয়নি।
কলেজ ছাত্রী সুমাইয়া আক্তার বলেছেন, অনুষ্ঠানস্থলে আসতে তার অনেক বেগ পোহাতে হয়েছে।
“গুরু জেমসের গান শুনে শখ পূরণ হয়েছে। জেমস টাঙ্গাইলে এসে এক নতুন ইতিহাস তৈরি করলেন।“
আয়োজক কমিটি জানিয়েছে, কোরবানির ঈদ উপলক্ষে বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ফুটবল চ্যাম্পিয়নশিপের আয়োজন করা হয়।
চ্যাম্পিয়নশিপের চেয়ারম্যান কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেন, “আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বাংলাদেশের শিল্পীদের ব্যান্ডিং করার জন্য বিভিন্ন প্রোগাম আমরা হাতে নিয়েছে। তারই ধারাবাহিকতায় বিন্দুবাসিনী চ্যাম্পিয়নশিপে আমরা সর্বোচ্চ সহযোগিতা করেছি। আমাদের প্রথমেই লক্ষ্য রাখতে হবে, সবার আগে বাংলাদেশ।
টাঙ্গাইল সদর থানার ওসি তানভীর আহমেদ বলেছেন, সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনী সদস্যরা মোতায়েন ছিলেন।
“দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানটি শেষ হয়েছে।“
সুলতান সালাউদ্দিন টুকু ছাড়াও জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানুসহ বিএনপির ও আয়োজক কমিটির নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।