Published : 25 Oct 2023, 01:03 PM
শোনা যাচ্ছে নতুন করে খুশির খবর দিতে চলেছেন ভারতের অভিনেত্রী-ক্রিকেটার জুটি অনুশকা শর্মা ও বিরাট কোহলি।
খবর উড়েছে অনুশকা তিন মাসেরও বেশি অন্তঃসত্ত্বা। আর অভিনেত্রীর দ্বিতীয়বার মা হওয়ার সংবাদটি ভারতীয় সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছে এই তারকা জুটিরই এক ঘনিষ্ঠজন।
তাদের এক স্বজন বলেছেন, আগেরবারের মতো এবারও আরেকটু সময় গড়ালে এই সুখবর সবার সঙ্গে ভাগ করে নেবেন তারা। এখনই কাউকে কিছু জানাতে চাইছেন না।
গত কয়েক মাস ধরেই লোকচক্ষুর আড়ালে রয়েছেন অনুশকা। এমনকি বিরাটের কোনো ম্যাচেও দেখা মিলছে না তার।
জানা গেছে, সম্প্রতি মুম্বইয়ের একটি ম্যাটারনিটি ক্লিনিকে গিয়েছিলেন অনুশকা-বিরাট। সেদিন পাপারাজ্জিদের অনুরোধ করেছিলেন, যাতে কোনো ছবি বা খবর প্রকাশ্যে না আসে।
২০১৩ থেকে দীর্ঘ প্রেমের পর ২০১৭ সালে গাঁটছড়া বাঁধেন বিরাট-অনুশকা। ২০২১ সালে তাদের প্রথম সন্তান ভামিকার জন্ম হয়। প্রায় দুবছর হয়ে গেল এখনও মেয়েকে সে ভাবে প্রকাশ্যে আনেননি তারা।
আগামীতে ‘চাকদা এক্সপ্রেস’ সিনেমাতে দেখা যাবে অনুশকাকে। ইতিমধ্যেই সিনেমার শুটিং শেষ হয়েছে। এখানে তিনি ঝুলন গোস্বামীর চরিত্রে অভিনয় করেছেন।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ৩০ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)