Published : 02 Nov 2023, 02:04 PM
এবার নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করছেন অভিনেত্রী অরুণা বিশ্বাস; শুক্রবার মুক্তি পাচ্ছে তার পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘অসম্ভব’।
অরুণা বিশ্বাসকে শুভকামনা জানিয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। বুধবার রাতে তিনি ফেইসবুকে লিখেছেন, "চলচ্চিত্রের নন্দিত অভিনেত্রী অরুণা বিশ্বাস এবার বিগস্ক্রিনের নির্মাতা হয়ে আসছেন। আগামী ৩ নভেম্বর মুক্তি পাচ্ছে তার পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘অসম্ভব’। কয়েক মাস আগে এফডিসিতে ‘প্রিয়তমা’র শুটিং স্পটে তিনি এই চলচ্চিত্র নিয়ে তার অনেক স্বপ্নের কথা শুনিয়েছিলেন।"
অরুণা বিশ্বাসের জন্য শুভকামনা জানিয়ে শাকিব খান বলেন, "মন থেকে চাই, তার সেই স্বপ্ন পূরণ হোক। আমার পক্ষ থেকে তার জন্য রইল অনেক শুভকামনা।"
'অসম্ভব' সিনেমাটি শুক্রবার থেকে ঢাকার স্টার সিনেপ্লেক্সসহ ২০টির মত হলে মুক্তি পাবে। প্রেম-সংঘাত, মান-অভিমানের গল্পে নির্মিত এই সিনেমায় ঐতিহ্যবাহী যাত্রাশিল্পও তুলে এনেছেন অরুণা বিশ্বাস।
অভিনয় করেছেন আবুল হায়াত, অরুণা বিশ্বাস, শতাব্দী ওয়াদুদ ও সোহানা সাবা।