Published : 18 Oct 2024, 01:26 AM
পাপেট শো, সংগীতানুষ্ঠান, বই প্রকাশসহ নানা আয়োজনের মধ্য দিয়ে ঢাকায় যাত্রা শুরুর ৬৫ বছর উদযাপন করছে আলিয়ঁস ফ্রঁসেজ।
দুই সপ্তাহের এ আয়োজন শেষ হবে শুক্রবার এক প্রদর্শনীর মাধ্যমে।
ধারাবাহিক এসব আয়োজনের অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় ধানমন্ডিতে আলিয়ঁস ফ্রঁসেজ প্রাঙ্গণে আয়োজন করা হয় সংগীতানুষ্ঠানের।
এতে আফ্রিকান বংশোদ্ভূত ফরাসী ব্যান্ড 'বিবি ট্যাঙ্গা' ও সংগীত শিল্পী এরিক কেরিজের সঙ্গে যৌথভাবে মঞ্চ পরিবেশনায় অংশ নেন বাংলাদেশের মিঠুন চক্র ও সাদ চৌধুরী।
আলিয়ঁস ফ্রঁসেজ বলছে, আফ্রিকান ঐতিহ্যবাহী আফ্রোবিট, ফরাসী সংগীত এবং বাংলাদেশি সংগীত ঐতিহ্যের মিশ্রনে একটি আন্তঃসাংস্কৃতিক সংযোগের উদাহরণ সৃষ্টি করতেই এ আয়োজন, যা উভয় দেশের সাংস্কৃতিক আদান-প্রদানের সেতুবন্ধন তৈরি করবে।
কনসার্টে অংশ নেওয়া মিঠুন চক্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এই আয়োজনে মঞ্চে পারফর্ম করতে পারাটা আমার জন্য অন্যরকম অভিজ্ঞতা হলো। সংগীত তো সীমানা মানে না। সংগীতের সুরের মধ্যদিয়ে আমরা এক বিন্দুতে মিলেছিলাম। দর্শক-শ্রোতাদের নিয়ে আমরা সংগীতের আকাশে ভেসে গিয়েছি। খুব ভালো একটা আয়োজনে অংশ নেওয়ার অভিজ্ঞতা হয়েছে।"
কর্মশালার মধ্যদিয়ে কনসার্টের প্রস্তুতি নিয়েছেন, বললেন মিঠুন।
"তাদের সঙ্গে পারফর্ম করা এবং প্রস্তুতি নিতে গিয়ে ভাষার কারণে খুব একটা সমস্যা হয়নি। কারণ সংগীত আমাদেরকে একসঙ্গে করেছে। সংগীতের ভাষার মধ্যদিয়েই আমরা এক বিন্দুতে মিলেছি। আফ্রিকান বা ফরাসী সুরের সঙ্গে বাংলাদেশের একটা মেলবন্ধন ঘটেছে।"
আলিয়ঁস ফ্রঁসেজের হেড অব প্রোগ্রাম মামুন অর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১৯৫৯ সালের ১৯ ফেব্রুয়ারি বাংলাদেশে যাত্রা শুরু করে আলিয়ঁস ফ্রঁসেজ। এর উদ্দেশ্য ছিল দুই দেশের মধ্যে সৌহার্দ্য স্থাপন এবং সাংস্কৃতিক আদান-প্রদানের মাধ্যমে সীমানার বাঁধা ভেঙে সাংস্কৃতিক মেলবন্ধন ঘটান।
প্রতিষ্ঠার ৬৫ বছর উদযাপন করতে গত ৪ অক্টোবর এ আয়োজন শুরু হওয়ার তথ্য দিয়ে তিনি বলেন, শুক্রবার শেষ দিন বিকেল ৫টায় আফরোজা হোসাইন সারা নির্মিত এনিমেশন সিনেমা 'সং অব হোয়েলস' এর বিভিন্ন স্থিরচিত্র নিয়ে একটি প্রদর্শনী হবে। তবে এটি শুধু আমন্ত্রিতদের জন্য।