Published : 12 May 2025, 09:29 PM
দেশের চলচ্চিত্রাঙ্গনের মতো অনেকদিন ধরেই ঝিমিয়ে আছে এই অঙ্গনের শিল্পীদের সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিও।
সমিতির এমন অবস্থা নিয়ে খেদ ঝরল অভিনেতা অমিত হাসানের কণ্ঠে।
আর সেই খেদ থেকেই সোমবার ফেইসবুকে তিনি লেখেন- ‘শিল্পী সমিতি আছে, কিন্তু শিল্পী নাই’।
তার পোস্টে মন্তব্যের ঘরে আরেক অভিনেতা ওমর সানি লিখেছেন, ‘একদম সত্যি, ভালো বলেছিস’।
শিল্পী সমিতির নেতৃত্বের কার্যক্রম না থাকা, এফডিসিতে শুটিং সংকট, শিল্পীদের মধ্যে দলাদলি ও সাম্প্রতিক পরিস্থিতিতে চলচ্চিত্রাঙ্গনে যে স্থবিরতা তৈরি হয়েছে, তা নিয়েই এই পোস্ট করেছেন বলে জানিয়েছেন অমিত হাসান।
তিনি গ্লিটজকে বলেন, “এফডিসিতে তো এখন কাজ কম হয়, সিনেমা কম হচ্ছে, শুটিং কম হচ্ছে। শুটিং হয় না বলে শিল্পীদেরও যাওয়া হয় না। আর আমাদের শিল্পীদের মধ্যেও বিভিন্ন গ্রুপিং আছে, দলাদলি আছে। যার কারণে অনেকেই শিল্পী সমিতির দিকে যায় না। অথচ এই শিল্পী সমিতি একটা সময় শিল্পীদের পদচারণায় মুখর থাকত।”
সবশেষ গত বছরের ১৯ এপ্রিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচনে জয়ী হয়ে দুই বছরের জন্য নেতৃত্বে আসেন মিশা সওদাগর এবং ডিপজল।
দুই বছর অন্তর এই নির্বাচন হয়। প্রতিবারই এই র্বিাচন নিয়ে ব্যাপক ঢাকঢোল পেটানো হয়, কিন্তু নির্বাচন-পরবর্তী সময়ে সমিতির কার্যক্রম নিয়ে প্রশ্ন ওঠে প্রায়ই।
চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান নেতৃত্বে যার আছেন তাদের কার্যক্রমও চোখে পড়ে না জানিয়ে অমিত হাসান বলেন, “শিল্পী সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক তো দেশের বাইরে আছেন। কোনো কার্যক্রম নেই। দেশের কিছু পরিবর্তনের কারণে তাদের হয়তো কিছু করার নেই।
“সবকিছু মিলিয়ে পরিস্থিতি অন্যরকম। কাজ নেই তাই আমি লিখেছি ‘শিল্পী সমিতি আছে, কিন্তু শিল্পী নাই’।”