Published : 28 Jul 2024, 09:14 PM
‘আলফা’ সিনেমায় বলিউডের দুই অভিনয় শিল্পী আলিয়া ভাট এবং ববি দেওল ধুন্ধুমার অ্যাকশন করবেন, আর সেই মারপিটের সময় পাহারা দেবেন ১০০ জন নিরাপত্তাকর্মী।
নজরদারির এই ব্যবস্থা নিয়েছে সিনেমার প্রযোজনা সংস্থা যশরাজ ফ্লিমস। নিউজ এইট্টিন জানিয়েছে, ওই অ্যাকশন দৃশ্যের কোনো ভিডিও যাতে ফাঁস না হয়ে যায়, সে জন্যই নিরাপত্তার এত কড়াকড়ি।
এ প্রযোজনার সংস্থার হাত ধরে প্রথমবারের মত স্পাই ইউনিভার্সে পা রাখছেন আলিয়া। এর আগে যশরাজ ফিল্মসের ব্যানারে গোয়েন্দা চরিত্রে পর্দায় এসেছেন দীপিকা পাড়ুকোন এবং ক্যাটরিনা কাইফ। এই সিনেমায় আলিয়ার সঙ্গে অভিনেত্রী শর্বরী ওয়াগকেও দেখা যাবে।
‘আলফা’য় খল চরিত্র করছেন ববি দেওল। সিনেমার শুটিংও চলছে পুরোদমে।
যে অ্যাকশন দৃশ্যের সুরক্ষায় এতজন নিরাপত্তাকর্মীর আয়োজন করা হয়েছে, সেটির দৃশ্যধারণ হবে চারদিন ধরে। সেখানে স্পেশাল এজেন্ট আলিয়ার সঙ্গে ববির হাতাহাতিতো আছেই, এছাড়া গোলাগুলি থেকে শুরু করে কয়েকটি ঝুঁকিপূর্ণ দৃশ্যেও অভিনয় করবেন তারা।
প্রযোজক আদিত্য চোপড়া চাইছেন, তার নতুন এই সিনেমার একটুকু দৃশ্যও যেন মুক্তির আগে দর্শকদের সামনে না আসে। বিশেষ করে অ্যাকশন দৃশ্যের শুটিং নিয়েই তার যত দুঃশ্চিন্তা। এজন্য ওই চারদিন দৃশ্যধারণ হবে ১০০ জন নিরাপত্তাকর্মীর বেষ্টনীর মধ্যে।
মুম্বাইয়ের পর ইংল্যান্ডে ‘আলফা’র শুটিং হওয়ার কথা রয়েছে।
এই অ্যাকশনের দৃশ্যে ডিজাইন করেছেন আর্ট ডিরেক্টর অমিত রায় ও সুব্রত চক্রবর্তী। ‘আলফা’ পরিচালনা করছেন শিব রাওয়েল।