Published : 16 May 2025, 10:11 PM
আড়াই বছর বিরতি দিয়ে আলোচিত ও সমালোচিত নাটক ‘ব্যাচেলর পয়েন্টের’ নতুন সিজন শুরু হতে যাচ্ছে।
প্রকাশ্যে এসেছে এই ধারাবাহিকের পঞ্চম সিজনের প্রথম লুক পোস্টার। যেখানে দেখা মিলেছে আগের সিজনের অভিনয়শিল্পী শিমুল শর্মা, জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, চাষী আলমের। তবে নাটকে একটি ভুত চরিত্র রাখা হয়েছে।
নতুন সিজনটি নিয়ে অমি গ্লিটজকে বলেন, "প্রায় আড়াই বছর পর ‘ব্যাচেলর পয়েন্টের’ নতুন সিজন ফিরছে। দর্শকের মধ্যে এটি নিয়ে দারুণ উচ্ছ্বাস দেখতে পারছি। শুটিং চলছে, এবারের সিজনটি আরও বড় পরিসর আসছে। নাটকটি শিগগিরই প্রচার শুরু হবে।"
নির্মাতা জানিয়েছেন, ‘ব্যাচেলর পয়েন্ট ৫’ দেখা যাবে প্রডাকশন হাউস বুম ফিল্মসের ইউটিউব চ্যানেলে। পাশাপাশি টিভি পার্টনার হিসেবে থাকছে চ্যানেল আই।
‘ব্যাচেলর পয়েন্টে' ধারাবাহিকটি প্রথম প্রচার হয়েছিল ২০১৮ সালে। একঝাঁক ব্যাচেলর চরিত্র নিয়ে গড়ে ওঠা এই ধারাবাহিক খুব অল্প সময়েই দর্শকমহলে পরিচিতি পায়। একটি মেসে থাকা কয়েকজন ব্যাচেলর ও তাদের আশপাশের কিছু চরিত্রের দৈনন্দিন জীবনের নানা গল্প ও ঘটনা হাস্যরসের মাধ্যমে ফুটিয়ে তোলা হয় ব্যাচেলর পয়েন্টে। নাটকের বেশ কিছু চরিত্র যেমন জনপ্রিয়তা পেয়েছে, কিছু চরিত্রের মুখে কিছু ‘আপত্তিকর’ সংলাপও তেমন সমালোচিত হয়েছে।
নাটকে অভিনয় করেছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষী আলম, সাবিলা নূর, সানজানা সরকার, ফারিয়া শাহরিন, শরাফ আহমেদ জীবন, সুমন পাটোয়ারি, পারসা ইভানা, আশুতোষ সুজন, মনিরা মিঠু, আবদুল্লাহ রানা, পাভেলসহ অনেকে।
২০২২ সালের শেষ দিকে প্রচার হয় এই ধারাবাহিকের ৪ নম্বর সিজন।
শুরুতে কিছুদিন চ্যানেল নাইনে এই নাটকটি প্রচার হয়। পরে ‘ব্যাচেলর পয়েন্ট’ দেখায় বাংলাভিশন চ্যানেল। পরে ‘ধ্রুব টিভি’ নামের একটি ইউটিউব চ্যানেলে প্রচার হয় ব্যাচেলর পয়েন্ট।