Published : 15 Nov 2024, 09:02 PM
গত রোজার ঈদে মুক্তি পাওয়া মোস্তফা কামাল রাজের পরিচালনায় এবং শরীফুল রাজ অভিনীত ‘ওমর’ সিনেমাটি এবার দেখা যাবে ওটিটির পর্দায়।
চরকিতে সিনেমাটি ২১ নভেম্বর মুক্তি পাচ্ছে বলে জানিয়েছেন পরিচালক মোস্তফা কামাল রাজ।
তিনি গ্লিটজকে বলেন, "সিনেমাটি নিয়ে অনেক আগেই চরকির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলাম। মাঝখানে চরকির অনেক নতুন কনটেন্ট মুক্তি পেয়েছে বলে এতদিন শিডিউল পাওয়া যাচ্ছিল না। এখন তারিখ ঠিক হল।
রাজের ভাষ্য, ঈদের সময় একসঙ্গে কয়েকটা সিনেমা প্রেক্ষাগৃহে আসায়, অনেকেই হয়ত ‘ওমর’ দেখে উঠতে পারনেনি।
“ওটিটিতে মুক্তি পাওয়ার মাধ্যমে ঘরে বসে সবাই ‘ওমর’ দেখতে পারবে। আশা রাখছি সিনেমাটি দর্শকের ভালো লাগবে।"
একটি খুন এবং সেটা ধামাচাপা দেওয়ার রহস্যময় থ্রিলার গল্পের সিনেমা ‘ওমর’। ‘ওমর’ চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ; বিশেষ একটি চরিত্রে আছেন কলকাতার অভিনেত্রী দর্শনা বণিক।
বিভিন্ন চরিত্রে শহীদুজ্জামান সেলিম, নাসিরউদ্দিন খান, রোজি সিদ্দিকী, ফজলুর রহমান বাবু, এরফান মৃধা শিবলু, তানভীর, নাফিস আহমেদসহ আরও অনেকে কাজ করেছেন।
‘ওমর’র চিত্রনাট্য লিখেছেন সিদ্দিক আহমেদ; প্রযোজনা করেছে মাস্টার কমিউনিকেশন।
এর আগে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ নির্মাণ করেছেন ‘প্রজাপতি’, ‘তারকাঁটা’, ‘সম্রাট’, ‘যদি একদিন’ নামের আরও কয়েকটি সিনেমা।