Published : 21 Feb 2025, 09:42 PM
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ‘রিবিল্ডিং দ্য নেশন’ নামে কনসার্ট আয়োজনের ঘোষণার পর তা স্থগিত করেছেন আয়োজকরা।
শনিবার আগারগাঁওয়ে পুরাতন বাণিজ্য মেলার মাঠে এ কনসার্ট হওয়ার কথা ছিল। কিন্তু আগের দিন তা স্থগিতের কথা জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দপ্তর সেলের সম্পাদক জাহিদ আহসান।
তবে ঠিক কী কারণে এই সিদ্ধান্ত, তা ‘না জানার’ কথা বলেছেন তিনি।
অবশ্য আয়োজকদের একজন নাম প্রকাশ না করার শর্তে গ্লিটজকে বলেছেন, “বর্তমান রাজনৈতিক ও পারিপার্শ্বিক অবস্থার কথা চিন্তা করেই আমরা কনসার্ট স্থগিত করেছি। এটা যেহেতু ওপেন কনসার্ট, মবের সম্ভাবনা রয়েছে। সেটা মাথায় রেখেই আমরা স্থগিত করেছি।”
‘মব’ তৈরি হতে পারে এটি কীভাবে বুঝলেন– এমন প্রশ্নে তিনি বলেন, “আমাদের মনে হয়েছে, এই রকম কিছু হতে পারে, পারিপার্শ্বিক অবস্থা দেখেই ভাবা।”
তিনি বলেন, নতুন করে কনসার্টের তারিখ ঘোষণা করা হবে ঈদের পর।
শনিবার ‘রিবিল্ডিং দ্য নেশন’ কনসার্টে থাকার কথা ছিল ব্যান্ডদল ‘নগর বাউল জেমসে’র।
এছাড়া কনসার্টে চিরকুট, আর্টসেল, সোনার বাংলা সার্কাস, বেঙ্গল সিম্ফনি, বাংলা ফাইভ, ক্রিপটিক ফেইট, কুঁড়েঘর, কাকতাল, সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ানসহ অনেকের গান পরিবেশন করার কথা ছিল।
সোনার বাংলা সার্কাস, বেঙ্গল সিম্ফনি, চিরকুট ব্যান্ডের সদস্যরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, আয়োজকদের পক্ষ থেকে তাদের ‘অনিবার্যকারণবশত’ কনসার্ট স্থগিত করার কথা বলা হয়েছে।
জুলাই-অগাস্টজুড়ে দেশব্যাপী চলা ছাত্র-জনতার আন্দোলনের চেতনাকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যেই এ কনসার্টের আয়োজন করা হয়েছিল। ফেইসবুক পেইজে কনসার্টের প্রচারও চালানো হচ্ছিল।