Published : 16 Jun 2023, 11:21 AM
তিরাশি বছর বয়সে ফের বাবা হলেন হলিউড অভিনেতা আল পাচিনো।
অস্কারজয়ী এই অভিনেতার বান্ধবী ২৯ বছর বয়সী নূর আলফালাহ ছেলে সন্তানের জন্ম দিয়েছেন বলে বৃহস্পতিবার এই জুটির একজন প্রতিনিধি নিশ্চিত করেছেন।
ওই প্রতিনিধির বরাত দিয়ে ডেইলি মেইল জানিয়েছে, নবজাতকের নাম রাখা হয়েছে রোমান পাচিনো।
কিছুদিন আগে ওয়েস্ট হলিউডে এক ডিনার ডেটে গিয়ে অনাগত সন্তানের কথা জানিয়েছিলেন তারা।
চলিচ্চিত্র প্রযোজক নূর আলফালাহর এটি প্রথম সন্তান হলেও আল পাচিনোর চতুর্থ।
প্রাক্তন সঙ্গী বেভারলি ডি’অ্যাঞ্জেলোর সঙ্গে পাচিনোর রয়েছে ২২ বছর বয়সী যমজ সন্তান অলিভিয়া এবং অ্যান্টন। এছাড়া আরেক সঙ্গী জ্যাঁ ট্যারান্টের ঘরেও রয়েছে ৩৩ বছর বয়সী এক কন্যা সন্তান।
আল পাচিনোর আগে আরো বেশ কয়েকজন হাইপ্রোফাইল সেলিব্রেটির সঙ্গে সম্পর্কে জাড়িয়েছেন নূর আলফালাহ। তার আগের প্রেমিকদের মধ্যে রয়েছেন রোলিং স্টোন তারকা মিক জ্যাগার, ধনকুবের নিকোলাস বার্গগ্রুয়েন।
৯৩ বছর বয়সী আরেক হলিউড তারকা ক্লিন্ট ইস্টউডের সঙ্গেও তার সম্পর্কের কথা শোনা যায়। তবে সেটি স্রেফ বন্ধুত্ব ছিল বলে দাবি করতেন তারা।