মৃত্যু রহসের জট খুলতে ডাক পড়েছে ব্যোমকেশ বক্সীর। রহস্যের সমাধানে নেমে সত্যান্বেষী দেখলেন অপরাধীর ছড়াছড়ি এই কেইসে। সেই ঘটনা জানা গেল ব্যোমকেশের নতুন সিরিজ ‘ব্যোমকেশ ও দুর্গরহস্য’ এর ট্রেইলার থেকে। ট্রেইলারের শুরুটা হলো দেবের ভরাট কণ্ঠের আওয়াজে। এরপর একে একে ফুটে উঠেছে অন্যান্য চরিত্র, সেইসঙ্গে রহস্যের ঘনঘটার আভাস। ট্রেলারের শুরুতেই আদ্যোপান্ত ফ্যামিলি ম্যান হয়ে ধরা দিলেন দেব। যেখানে গর্ভের সন্তানের উদ্দেশ্য করে অন্তঃসত্ত্বা সত্যবতীকে তাকে বলতে শোনা যায়, ‘উনি আসছেন বলে স্বয়ং ব্যোমকেশ ধূমপান ছেড়ে দিয়েছে।’ শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে নির্মিত এই সিরিজে সত্যান্বেষী হয়েছেন দেব, সত্যবতীর ভূমিকায় রুক্মিণী মৈত্র। আর অজিত চরিত্রে অম্বরীশ ভট্টাচার্য। ‘ব্যোমকেশ ও দুর্গরহস্য’ পরিচালনা করেছেন বিরসা দাশগুপ্ত । আগামী ১১ অগাস্ট মুক্তি পাবে গোয়েন্দা গল্পের এ সিনেমাটি।