Published : 24 Jan 2023, 05:08 PM
সম্পত্তি নিয়ে পুত্রবধূর সঙ্গে ঝগড়া, সেই ঝামেলার জেরে সোজা থানায় গিয়ে মামলা ঠুকে দিয়েছেন বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকির মা মেহেরুন্নিসা সিদ্দিকি।
আনন্দবাজার জানিয়েছে, অভিযোগ পাওয়ার পর নওয়াজের স্ত্রী আলিয়া জৈনবকে ডেকে জিজ্ঞাসাবাদও করেছে মুম্বইয়ের ভারসোভা শাখার পুলিশ।
নওয়াজউদ্দিনের মায়ের ভাষ্য হল, দীর্ঘদিন ধরেই একটি সম্পত্তির অধিকার নিয়ে আইনি বিবাদ চলছিল তার পুত্রবধূর সঙ্গে। শেষ ঝগড়ার দিনে শাশুড়ির মুখে মুখে তর্ক করেন আলিয়া। আর তাতেই ক্ষেপে গিয়ে বিচার পেতে পুলিশের দ্বারস্থ হন নওয়াজের মা।
আলিয়া নওয়াজের দ্বিতীয় স্ত্রী। তাদের দুই সন্তান। ২০২০ সালে নওয়াজের কাছে বিবাহবিচ্ছেদ চান আলিয়া। এর পরের বছর ওই আবেদন বাতিলও করেন। এক সাক্ষাৎকারে বলেছিলেন, তারা একসঙ্গে সমস্যাগুলো মিটিয়ে নেওয়ার চেষ্টা করছেন।
অভিনেতা নওয়াজউদ্দিনকে শেষবার দেখা গিয়েছিল বছরের শুরুতে মুক্তি পাওয়া ‘হিরোপন্তি ২’ সিনেমায়। আগামীতে তাকে কঙ্গনা রানাউতের হোম প্রোডাকশন ‘টিকু ওয়েডস শেরু’তে দেখা যাবে।এছাড়া ‘হাড্ডি’ সিনেমায় রূপান্তরকামী নারী চরিত্রেও নওয়াজউদ্দিন কাজ করছেন, অক্ষত অজয় শর্মা পরিচালিত ‘হাড্ডি’ মুক্তি পাবে আগামী বছর।