Published : 22 Feb 2024, 09:12 AM
এখনকার চলচ্চিত্রের মান নিয়ে ‘হতাশ’ হয়ে সিনেমা দেখা একেবারে ছেড়ে দিয়েছেন ভারতের মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রের ‘দাপুটে’ অভিনেতা নাসিরুদ্দিন শাহ।
বরং নিজস্ব বিচারে কাজের মানে দক্ষিণী ইন্ডাস্ট্রিকে এগিয়ে রেখেছেন বর্ষীয়ান এই অভিনেতা।
ইন্ডিয়ান এক্সপ্রেস লিখেছে, এক সাক্ষাৎকারে হিন্দি সিনেমার হাল হকিকত নিয়ে হতাশা প্রকাশ করে নাসিরুদ্দিন সংকট কাটানোর পথও বাতলে দিয়েছেন।
তিনি বলেন, “আমাদের ইন্ডাস্ট্রিতে যা তৈরি হচ্ছে, সেগুলের সঙ্গে শত বছরের পুরনো কোনো নির্মাণের পার্থক্য ঠিক কোন কোন জায়গায়, সেটা আমার বোধগম্য নয়। একই ধরনের গল্প চলে আসছে, বানানোর পদ্ধতিতে কোনো বৈচিত্র্য নেই। আমি হতাশ। হিন্দি সিনেমা দেখা বন্ধই করে দিয়েছি। আমার একদম ভালো লাগে না।“
নাসিরুদ্দিনের ভাষ্য, “হিন্দি সিনেমার হারানো গৌরব ফিরে পাবার একমাত্র পথ হল, যদি নির্মাতারা সিনেমা বানিয়ে অর্থ উপার্জন করা বন্ধ করেন, তবেই দিন ফিরতে পরে। না হলে কোনো সমাধান নেই। যদিও আমার এও মনে হয়, হয়ত দেরি হয়ে গেছে। লাখ লাখ মানুষ একই ধরনের সিনেমা দিনের পর দিন দেখছেন। একমাত্র ঈশ্বরই জানেন কতকাল দর্শকদের এসব দেখতে হবে।“
তিনি বলেন, “সিরিয়াস ফিল্মমেকারদের সমস্যাকে গুরুতর ধরে নিয়ে তবে কাজ করতে হবে। আজকের বাস্তবতাকে দায়িত্বশীলতার সঙ্গে না দেখলে এই একঘেয়ে কাজের কোনো পরিবর্তন হবে না।“
সরকারকে ‘খোঁচা’ নিয়ে এই অভিনেতা বলেন, “আবার সিরিয়াস ফিল্ম মেকারদের এমনভাবে কাজ করতে হবে যাতে তারা কোনো ফতোয়ার শিকার না হন, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটরের (ইডি) কর্মকর্তারা যাতে তাদের দরজায় কড়া নাড়ার সুযোগ না পায়।“
অভিনয়ের বাইরে রাজনৈতিক বিষয়ে বরাবরই সরব নাসিরুদ্দিন শাহ। চলচ্চিত্র, রাজনীতি, সংস্কৃতি- সমসাময়িক বিভিন্ন বিষয়ে অকপট মন্তব্য ও প্রতিক্রিয়ার জন্য বর্ষীয়ান এই অভিনেতাকে বিভিন্ন সময় বিতর্কেও জড়িয়েছেন।
পুরনো খবর
মুঘল সম্রাটদের দেখানো হচ্ছে ‘খলনায়ক’ হিসেবে: নাসিরউদ্দিন শাহ
নাসিরুদ্দিন শাহ: ‘প্যারালাল’ সিনেমায় ‘আনপ্যারালাল’