Published : 20 Jan 2024, 10:09 AM
‘ডোডোর গল্প’ নামের একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন পরীমনি, এ খবর আগেই প্রকাশিত হয়েছিল। এবার জানা গেল, এ সিনেমায় পরীমনির পাশাপাশি অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন চিত্রনায়ক সাইমন সাদিক।
পরিচালনার পাশাপাশি ‘ডোডোর গল্প’র কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখছেন কথাসাহিত্যিক ও নির্মাতা রেজা ঘটক।
এই নির্মাতা বলেন, "অক্টোবরের প্রথম সপ্তাহে সিনেমার শুটিং শুরু হবে। আরও অভিনয় করবেন আমিরুক হক চৌধুরী, খাইরুল আলম সবুজ, মনিরা মিঠু প্রমুখ।"
এ সিনেমায় ফটোগ্রাফার রায়হান চরিত্রে অভিনয় করবেন সাইমন সাদিক। আর পরীমণিকে দেখা যাবে কাজল চৌধুরী নামের একটি চরিত্রে।
সিনেমাটি ২০২১-২২ অর্থবছরের ৬০ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছে। প্রযোজনায় থাকছেন নাজমুল হক ভূঁইয়া (খালেদ)।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২১ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)